বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়নের ঐতিহ্যবাহী সুগন্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুইদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকালে সুগন্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অত্র বিদ্যালয়ের সাবেক সভাপতি আলহাজ্ব আশরাফ ঢালী’র সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সাংবাদিক তরিকুল মোল্লা’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাখালগাছি ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ ইলিয়াস খান। এ সময় অন্যান্যের মধ্যে রাখালগাছি ইউনিয়ন বিএনপি নেতা শেখ হাসান আল মামুন বাপ্পি, বিশিষ্ট ব্যবসায়ী শেখ মনজুর আলম, নূর মোহাম্মদ শেখ, রাখালগাছি ইউনিয়ন পূজা উদযাপন ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক মনি শংকর কুন্ডু, ৮নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক আলী আকবর, বিদ্যালয়ের প্রধান শিক্ষক অর্পনা রানী ঘোষ, সহকারী শিক্ষক আনন্দ কুমার কুন্ডু, শুক্লা রানী সাহা, শেখ আসিফ ইকবাল, চুলকাটি প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার মোড়ল, সাধারণ সম্পাদক আরিফ ঢালী’সহ বিদ্যালয়ের অভিভাবক, ছাত্রছাত্রী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় ৩৫টি ইভেন্টে দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এর আগে বুধবার (২৮ জানুয়ারি) সকালে দুইদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের আয়োজক আলহাজ্ব আশরাফ ঢালী
close
ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!
বাগেরহাটের সুগন্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ..
Walang nakitang komento



















