close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

বাগেরহাটের রাখালগাছি ইউনিয়নে ধানের শীষের প্রার্থীর নির্বাচনী জনসভা..

আসাদুজ্জামান শেখ সোবহান, জেলা প্রতিনিধি avatar   
****

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে রাখালগাছি বাজারে ইউনিয়ন বিএনপির উদ্যোগে ফকির আল মামুন টিপুর সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট -২ (সদর কচুয়া) আসনে ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি'র সদস্য সচিব মোজাফফর রহমান আলম, থান মনিরুল ইসলাম, সৈয়দ নাসির আহমেদ মালেক, ফকির তারিকুল ইসলাম, আবুল কালাম আজাদ বুলু, আসাফ উদদৌলা জুয়েল, হারুন শেখ, সেলিম ভূঁইয়া, কামরুজ্জামান শিমুল, শেখ মহিদুল ইসলাম, শেখ হাবিব ওয়াহিদ, শিরিনা আক্তার ও সালমা আক্তার। স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন, খান গোলজার হোসেন, শেখ হাসান আল মামুন বাপ্পি, সাইফুজ্জামান বাবু, আল মাহমুদ দীপু, শেখ সেলিম উদ্দিন, মতিউর রহমান মান্টু, মাহফুজুর রহমান সেন্টু, শেখ নাজমুল ইসলাম, মুস্তাকিন বিশ্বাস, শেখ শরিফুল ইসলাম গোরা, ওবায়দুল ইসলাম চাদ, শেখ সোহানুজ্জামান সহ স্থানীয় বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন বিএনপি নেতা শেখ আব্দুস সালাম। প্রধান অতিথি ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন তার বক্তৃতায় বলেন, আমি প্রতিশ্রুতি ও নিশ্চয়তা দিচ্ছি এদেশে আমার মুসলমান ভাইয়ের যেমন অধিকার হিন্দু ভাইদেরও তেমন অধিকার রয়েছে। সকলের সম অধিকার নিশ্চিত করা হবে। রাখালগাছি ইউনিয়নে একটি হাসপাতাল নির্মাণ করা হবে যেখানে এই ইউনিয়নের মানুষ সেবা গ্রহণ করতে পারবে। তাছাড়া দ্রুত সময়ের মধ্যে এই বাজারে প্রতিষ্ঠিত একটি ব্যাংকের শাখা খোলা হবে। ওয়াটার রিজার্ভের মাধ্যমে এই এলাকায় সুপেয় পানির ব্যবস্থা করা হবে। সকল ভেদাভেদ ভুলে আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের প্রতীক ধানের শীষ বিজয়ী করার জন্য সকলের প্রতি আহ্বান জানান ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন।

没有找到评论


News Card Generator