মোংলায় আজ সোমবার বিকেল পাঁচটায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর স্থানীয় শাখার আয়োজনে এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিনাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রথমে বিকাল পাঁচ ঘটিকায় এনসিপির স্থানীয় নেতা কর্মী ও সমর্থকদের একটি মিছিল মোংলা পৌরসভা কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে শহরের শাপলা চত্ত্বরে এসে জমায়েত হয়। সেখানে এনসিপির বাগেরহাট জেলা ও মোংলা উপজেলা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তব্যে বক্তারা সদ্য ক্ষমতাচ্যূত আওয়ামীলিগকে দ্রুত নিষিদ্ধের এবং হাসনাত আবদুল্লাহর উপর হওয়া হামলার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, গত রোববার সন্ধ্যায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠন (দক্ষিনাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনা ঘটে।