বাগেরহাট প্রতিনিধি
রামপালে সকল জল্পনাকল্পনা ও শ্বাসরুদ্ধকর অপেক্ষার অবসান ঘটিয়ে সংসদ সদস্য পদে বাগেরহাট-৩ আসনে বিএনপি দলীয় লাভ করেন লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। রবিবার (২০ ডিসেম্বর) কেন্দ্রীয় বিএনপির মনোনয়ন বোর্ড জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ ফরিদুল ইসলামকে মনোনয়ন প্রদান করেন। তার মনোনয়ন পাওয়ার খবর রবিবার ভোর থেকেই রামপাল ও মোংলা আসনের নেতাকর্মীদের মধ্যে গুনজন শুরু হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মনোনয়ন প্রাপ্তির বিষয়টি নিশ্চিত হয়ে যাওয়ায় অনেকেই শুভেচ্ছা জানিয়ে পোষ্ট দেন। মনোনয়ন প্রাপ্তির বিষয়টি ফেসবুক পোষ্টের মাধ্যমে নিশ্চিত করে ডক্টর শেখ ফরিদুল ইসলাম। তার মনোনয়ন প্রাপ্তিতে নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে বাঁধভাঙ্গা উচ্ছস দেখা গেছে। এক প্রতিক্রিয়ায় তিনি সকল নেতাকর্মী -সমর্থক ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, আগামীর বাংলাদেশ গড়তে রাষ্ট্র নায়ক ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করে গড়ে তুলতে হলে সুদৃঢ় ঐক্যের প্রয়োজন। দলের ঐক্যবদ্ধ কার্যক্রমের মাধ্যমে শাহীদ জিয়ার আদর্শ বাস্তবায়ন করা, তারেক রহমানের ৩১ দফার রাষ্ট্র মেরামত ধারণাকে বাস্তবায়ন করা এবং খালেদা জিয়ার আপোষহীন মনোভবকে আমাদের ধারণ করতে হবে। তিনি সকলেকে ঐক্যবদ্ধ থেকে সুষ্ঠু নির্বাচন করে বিজয় ছিনিয়ে আনার জন্য সকলের সহযোগীতা কামনা করেন।



















