সোমবার (২৮ এপ্রিল) সকাল ৯ টার দিনাজপুর শহর থেকে বাবার সাথে বাইক যোগে স্কুলে যাওয়ার পথে সদর উপজেলার গাবুড়া বাজার এলাকায় ভ্যান ও ট্রাকের ধাক্কা লেগে আনিসা নামের এক তৃতীয় শ্রেণির শিক্ষার্থী মৃত্যু হয়েছে।
ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়রা আহতদের উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আনিসাকে মৃত ঘোষণা করেন।
দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মতিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আনিসা চিরিরবন্দর উপজেলার আমেনা বাকি স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। সে চিরিরবন্দর উপজেলার ভিয়াইল ইউনিয়নের কালিগন্জ গ্রামের বাসিন্দা।
এ ঘটনায় আনিসার পিতা শিক্ষক আবু হাসনাত ডন আহত হয়ে মেডিকেলে চিকিৎসাধীন। মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনায় আনিসার স্কুল সহ এলাকায় শোকেরছায়া নেমে এসেছে।
 'আই নিউজ বিডি' অ্যাপ
  'আই নিউজ বিডি' অ্যাপ
  
  
 
		 
				 
			



















 
					     
			 
						 
			 
			 
			 
			 
			 
			