প্রকৃতি আর বিনোদনের এক অনন্য সমন্বয়ে চট্টগ্রামের ডিসি পার্কে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বড়শি দিয়ে মাছ ধরা উৎসব’।
উৎসবটি অনুষ্ঠিত হবে আগামী ১২ জুলাই ২০২৫, শনিবার, সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত।
চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে এবং সীতাকুণ্ড উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসের সহযোগিতায় আয়োজনটি বৃহৎ ও ব্যতিক্রমী রূপ নিতে চলেছে। দিনব্যাপী এ উৎসবে ডিসি পার্কের স্বচ্ছজল পুকুরে অংশগ্রহণকারীরা বড়শি দিয়ে মাছ ধরার অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন।
রেজিস্ট্রেশন ও টিকিট সংগ্রহ:
উৎসবে অংশ নিতে ইচ্ছুকদের জন্য রেজিস্ট্রেশন ফরম ও টিকিট পাওয়া যাচ্ছে:
· চট্টগ্রাম জেলা প্রশাসন কার্যালয়ে
· সীতাকুণ্ড উপজেলা প্রশাসন অফিস
· সীতাকুণ্ড উপজেলা ভূমি অফিস
· ডিসি পার্ক চট্টগ্রাম
যোগাযোগ: বিস্তারিত জানতে কল করুন: +8801745963840
একদিনের ছুটিতে আনন্দে হারিয়ে যেতে চান ?
তবে ডিসি পার্কের পুকুরপাড়ে বসে বড়শি হাতে অপেক্ষার সেই চিরন্তন আনন্দই হতে পারে আপনার শহরের কোলাহল থেকে দূরে থাকার শ্রেষ্ঠ উপায়। সব বয়সী মানুষের জন্য এই উৎসব যেমন বিনোদন, তেমনি প্রকৃতির কাছে ফিরে যাওয়ার এক দারুণ উপলক্ষ।
আয়োজকরা জানান, “মাছ ধরা উৎসবের পাশাপাশি ডিসি পার্কে থাকবে হালকা নাস্তা ও পানীয়ের ব্যবস্থা, শিশুদের জন্য আলাদা কর্নার এবং স্থানীয় হস্তশিল্পের স্টলও। পারিবারিকভাবে উপভোগ করার মতো একটি দিবস উপহার দিতেই এই আয়োজন।”