আটুলিয়ায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

Ranajit Barman avatar   
Ranajit Barman
নওয়াবেঁকী বাজারে বিট পুলিশিং সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মিথুন সরকার। ..

শ্যামনগর আটুলিয়ায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নে বিট পুলিশিং সভার আয়োজন করা হয়।

রবিবার(২২ জুন) আটুলিয়া ইউপির নওয়াবেঁকী বাজারে বিট পুলিশিং সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মিথুন সরকার। 

প্রধান অতিথি বক্তব্যে বলেন নওয়াবেঁকী বাজারে রাত ১০টার পর কেরাম খেলা চলবে না। মাদক বিক্রেতা ও সেবনকারীদের বিরুদ্ধে পুলিশ জিরো ট্রলারেন্স ভূমিকা পালন করবে। একই সাথে অনলাইন জুয়াড়ীদের আইনের আওতায় আনার কথা বলেন।

আটুলিয়া ইউনিয়ন বিট পুলিশিং কমিটির আয়োজনে নওয়াবেঁকী বাজার ব্যবস্থাপনা কমিটির অফিসে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন শ্যামনগর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর মোল্যা।

আটুলিয়া ইউনিয়ন বিট পুলিশ বিপ্লব হোসেনের সঞ্চালনায় সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন আটুলিয়া ইউপি চেয়ারম্যান আবু সালেহ বাবু, নওয়াবেঁকী কাদেরিয়া ফাযিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ মোঃ ওহিদুজ্জামান, আটুলিয়া ইউপি জামায়াতের আমির মাওলানা মাহবুবুর রহমান, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল কালাম, বিড়ালক্ষ্মী মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা একরামুল কবীর, নওয়াবেঁকী বাজার ব্যবস্থাপনা কমিটির সম্পাদক মনিরুজ্জামান মনি, ইউপি সদস্যবৃন্দ, বিভিন্ন প্রতিষ্টান প্রধানগণ প্রমুখ।

ছবি- শ্যামনগর আটুলিয়া বিট পুলিশিং সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন অতিরিক্ত সহকারী পুলিশ সুপার মিথুন সরকার।

 

কোন মন্তব্য পাওয়া যায়নি