আত্মহত্যা করেছেন অভিনেত্রী মালাইকা অরোরার বাবা

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
আত্মহত্যা করেছেন অভিনেত্রী মালাইকা অরোরার বাবা
বলিউড অভিনেত্রী মালাইকা অরোরার বাবা অনিল অরোরা একটি বিল্ডিংয়ের ষষ্ঠ তলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন। ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে দাবি করেছে, মালাইকার বাবা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। মার্চেন্ট নেভিতে কর্মরত ছিলেন তিনি। এরই মধ্যে অভিনেত্রীর প্রাক্তন স্বামী ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন ঘটনাস্থলে। পুলিশ মৃতদেহ পাঠিয়েছে পোস্টমর্টেমে। পুলিশের বরাত দিয়ে এ প্রতিবেদনে জানানো হয়েছে, বুধবার (১১ সেপ্টেম্বর) মুম্বাইয়েল বান্দ্রার একটি ভবনের ছাদ থেকে লাফ দেন অনীল আরোরা। ঘটনাস্থলে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা গিয়েছেন। তবে এখনো কোনো সুইসাইড নোট পায়নি পুলিশ। এ ঘটনার সময়ে বাড়িতে ছিলেন না মালাইকা।
Tidak ada komentar yang ditemukan


News Card Generator