ভারতে যাওয়ার প্রাক্কালে সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তে আটক হয়েছেন আলোচিত সমালোচিত সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক।
আজ শুক্রবার রাত ১১টার দিকে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম।
তিনি বলেন, সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে কিছুক্ষণ আগে সিলেটের জকিগঞ্জ সীমান্ত থেকে আটক করা হয়েছে। ভারতে পালানোর চেষ্টাকালে তিনি আটক হন।
আটকের সময় মানিককে বিজিবি সদস্যরা প্রশ্ন করেন দেশ ছেড়ে পালাচ্ছিলেন কেন, জবাবে মানিক বলেন- প্রশাসনের ভয়ে আমি দেশ ছেড়ে পালানোর চেষ্টা করেছি।
সঙ্গে কী আছে জানতে চলে মানিক বলেন, গতকাল আমার কাছে অনেক টাকা ছিল। যারা আমাকে বর্ডার পাড় করাতে চেয়েছিল তারা আমাকে মেরে ৬০-৭০ লাখ টাকা নিয়ে গেছে। এখন আমার সঙ্গে ব্রিটিশ পাসপোর্ট, বাংলা পাসপোর্ট আর কিছু টাকা, ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড আছে।
বিজিবি সদস্যদের এক প্রশ্নের জবাবে মানিক বলেন, আমি কোনো জুলুম করিনি। বিচারপতি হিসেবে যা রায় আমি তাই দিয়েছি।
Walang nakitang komento