"আশুলিয়ায় পুলিশের গুলিতে নিহত শ্রমিক বায়েজিদ বোস্তামির পরিবার দিশেহারা, স্ত্রী ও সন্তান ক্ষুধার্ত"
 
			 
				
					৫ আগস্ট বিজয় মিছিলের দিনে পুলিশের গুলিতে নিহত হয়ে ভ্যানে লাশের স্তূপে ছিলেন বায়েজিদ বোস্তামি। ২৬ বছর বয়সী পোশাক শ্রমিক বায়েজিদ লেখাপড়া করতেন কাজের পাশাপাশি। হত্যার পর তার পোড়া লাশ নীল পলিথিনে মোড়ানো অবস্থায় পুলিশের কাছ থেকে স্ত্রীর হাতে তুলে দেয়া হয়।
বায়েজিদের স্ত্রী রিনা জানান, সংসারে সুখের দিনগুলো হঠাৎই অন্ধকারে পরিণত হয়েছে। স্বামীর মৃতদেহ দাফন করার পর, ৭ আগস্ট, তাকে এবং তার সন্তানকে শ্বশুরবাড়ি থেকে বের করে দেয়া হয়। এরপর রিনা বোনের বাসায় আশ্রয় নিয়েছেন এবং কাজ খুঁজছেন।
স্বামীর হত্যার পর ফ্যাক্টরি কর্তৃপক্ষ ৫০ হাজার টাকা দিয়েছে, কিন্তু ওই টাকা এখন শাশুড়ির কাছে আটক রয়েছে। শাশুড়ি টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানিয়েছে।
দুই বছর আগে ভালোবাসার সূত্রে বিয়ে করা রিনা এখন নিজের স্বামী হত্যার বিচার চাচ্ছেন। তবে, মামলা করার প্রক্রিয়া সম্পর্কে তিনি এখনও সচেতন নন।
					
					
					
					
					
					
    
					
					
			
					
					
					
					
					
					
					
				
				
				
				No comments found
							 'আই নিউজ বিডি' অ্যাপ
  'আই নিউজ বিডি' অ্যাপ
  
  
 
		 
				



















 
					     
			 
						 
			 
			 
			 
			 
			 
			