close

লাইক দিন পয়েন্ট জিতুন!

আসছে কর্মসংস্থানের সোনালি দিন: ২ লাখ ৩৮ হাজার বেকারের জন্য উদ্যোগ নিচ্ছে বেজা

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
আগামী আড়াই বছরে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) ২ লাখ ৩৮ হাজার মানুষের কর্মসংস্থান নিশ্চিত করার পরিকল্পনা করেছে। আপাতত ১০০টি অর্থনৈতিক অঞ্চলের পরিবর্
আগামী আড়াই বছরে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) ২ লাখ ৩৮ হাজার মানুষের কর্মসংস্থান নিশ্চিত করার পরিকল্পনা করেছে। আপাতত ১০০টি অর্থনৈতিক অঞ্চলের পরিবর্তে পাঁচটি সরকারি অর্থনৈতিক অঞ্চলে অগ্রাধিকার দেবে সংস্থাটি। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে বিডার মাল্টিপারপাস সম্মেলন কক্ষে "মিট দ্য প্রেস" অনুষ্ঠানে বেজার চেয়ারম্যান আশিক চৌধুরী এই তথ্য জানান। ৫টি অর্থনৈতিক অঞ্চলে অগ্রাধিকার চেয়ারম্যান জানান, ১০০টি অর্থনৈতিক অঞ্চল তৈরির পরিকল্পনা থাকলেও আপাতত পাঁচটি সরকারি অঞ্চলের কাজকে গুরুত্ব দিচ্ছে বেজা। আগামী ২০২৬ সালের মধ্যে এসব অঞ্চলের কাজ সম্পন্ন হবে। তিনি বলেন, “১০০ ইকোনমিক জোন নির্মাণের পরিকল্পনা থেকে আমরা সরে যাচ্ছি না। তবে মনে করছি, আগামী ১০ বছরে ১০টি জোন পূর্ণাঙ্গভাবে নির্মাণ করাই যথেষ্ট। পাঁচটি এলাকা পুরোপুরি শিল্পায়ন হলে প্রয়োজনে বাকি জোনগুলোতে কাজ শুরু করব। আমাদের লক্ষ্য পিছিয়ে পড়া এলাকায় শিল্প ও কর্মসংস্থান সৃষ্টি করা।” বিদ্যুৎ, গ্যাস ও অন্যান্য সুবিধা এক প্রশ্নের জবাবে চেয়ারম্যান বলেন, “সরকারি পাঁচটি অর্থনৈতিক অঞ্চলে এখনো বিদ্যুৎ ও গ্যাসের সংযোগ দিতে পারিনি। তবে ২০২৬ সালের মধ্যে পানি, বিদ্যুৎ, গ্যাস এবং উন্নত যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করা হবে। বেসরকারি অর্থনৈতিক অঞ্চলের জন্যও রোডম্যাপ তৈরি হচ্ছে। এই রোডম্যাপ অনুযায়ী সেখানে সব ধরনের সুবিধা পৌঁছে দেওয়া হবে।” আড়াই লাখ কর্মসংস্থান আগামী দুই বছরের মধ্যেই আড়াই লাখ বেকারের কর্মসংস্থান নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন চেয়ারম্যান। তিনি বলেন, “দীর্ঘমেয়াদি পরিকল্পনা থাকলেও বাস্তবায়নে বিলম্ব হয়। তবে আমরা প্রতিশ্রুত সময়ের মধ্যেই এই পাঁচটি অঞ্চলে কর্মসংস্থানের সুযোগ তৈরি করব।” ওয়ান স্টপ সার্ভিস ও ডিজিটাল অফিস বেজার ওয়েবসাইটে বর্তমানে ৬০টি ওয়ান স্টপ সার্ভিস চালু রয়েছে। শিগগিরই আরও সেবা অন্তর্ভুক্ত করা হবে। চেয়ারম্যান বলেন, “আমি দায়িত্ব নেওয়ার পর বেজার কার্যক্রমকে স্বাধীন ও স্বচ্ছ করার উদ্যোগ নিয়েছি। পাশাপাশি কাগজমুক্ত ডিজিটাল অফিস বাস্তবায়নের কাজও চলছে।” বেজার এই উদ্যোগ দেশে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে এবং অর্থনৈতিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
Комментариев нет


News Card Generator