close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

আরসিবির শিরোপা উদযাপন রূপ নেয় বিষাদে, পদদলিত হয়ে নিহত ১১

Mehedi Hasan avatar   
Mehedi Hasan
আইপিএলে প্রথমবারের মতো শিরোপা জিতে ইতিহাস গড়েছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে শিরোপা জেতার উদযাপনে বাধে বিপত্তি..

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে ট্রফি উদযাপনের সময় হুড়োহুড়িতে পদদলিত হয়ে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ৫০ জন।

রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর শিরোপা জয় উপলক্ষে কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন (KSCA) যে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে, তাতে অংশ নিতে লাখো মানুষ ভিড় জমায়। অতিরিক্ত ভিড়ের কারণে সৃষ্টি হয় ভয়াবহ বিশৃঙ্খলা। প্রত্যক্ষদর্শীরা জানান, পদদলিত হয়ে অনেকেই মাটিতে পড়ে যান ও অচেতন হয়ে পড়েন।

অনুষ্ঠানে উপস্থিত জনসাধারণের তুলনায় পুলিশ সদস্যের সংখ্যা ছিল খুবই কম। ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয় নিরাপত্তা বাহিনীকে। ঘটনাস্থলের ভিডিও ফুটেজে দেখা যায়, পুলিশ আহত ও অচেতন ব্যক্তিদের দ্রুত হাসপাতালে নিয়ে যাচ্ছে।

কর্ণাটকের উপ-মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার বলেন, "ভিড় নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। আমরা মাত্র ৫ হাজার মানুষের জন্য প্রস্তুতি নিয়েছিলাম, কিন্তু উপস্থিত হয়েছিল কয়েক গুণ বেশি মানুষ। এতো তরুণ-তরুণীকে আমরা জোর করে ঠেকাতে পারি না, লাঠিচার্জ করাও সম্ভব ছিল না।"

পুলিশ জানায়, মঙ্গলবার রাত থেকেই তারা জনসাধারণকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছিল। রাতভর চেষ্টা চললেও শেষ পর্যন্ত পরিস্থিতি অনাকাঙ্ক্ষিত ঘটনার দিকে গড়ায়।

আরসিবির বহু প্রতীক্ষিত জয় যেমন তাদের জন্য আনন্দের, তেমনি এই ঘটনা পুরো শহরের জন্য এক গভীর শোকের বার্তা বয়ে এনেছে।

No se encontraron comentarios


News Card Generator