close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

আর্জেন্টাইন নতুন বিস্ময়বালক, যাকে দলে নিতে মরিয়া রিয়াল মাদ্রিদও!..

Jit Kumar Das avatar   
Jit Kumar Das
মাত্র ১৭ বছর বয়স, আর এই বয়সেই বিশ্ব ফুটবলের অন্যতম আলোচিত নামে পরিণত হয়েছেন আর্জেন্টিনার ফ্রাংকো মাস্তান্তুয়োনো। সম্প্রতি ফ্রান্সের বিশ্বকাপজয়ী কিংবদন্তি থিয়েরি অঁরির একটি মন্তব্য যেন রাতারাতি পাদপ্রদ..

ন কয়েক আগে টেলিভিশন আলোচনায় হঠাৎ করেই ফ্রাংকো মাস্তান্তুয়োনোর নাম সামনে আনেন থিয়েরি অঁরি। বোকা জুনিয়র্সের বিপক্ষে সুপার ক্লাসিকো ম্যাচে দুর্দান্ত এক ফ্রি-কিকে গোল করে রিভারপ্লেটকে জয় এনে দিয়েছিলেন মাস্তান্তুয়োনো। সেই পারফরম্যান্সে মুগ্ধ হয়েই ফ্রেঞ্চ কিংবদন্তি বলেন,‘আমরা ভাবি মেসি, ক্রিশ্চিয়ানো, ম্যারাডোনা কিংবা পেলে থেকে কেউ ভালো হতে পারবে না… এরপরেই লামিনে ইয়ামাল আসলো। আর্জেন্টিনায় একটা নতুন ছেলে আছে, মাস্তান্তুয়োনো, রিভারপ্লেটের হয়ে খেলে সে। আর এখনই সে বোকা (জুনিয়র্স)-এর বিপক্ষে ফ্রি-কিক থেকে ক্লাসিকো ম্যাচ জেতাচ্ছে।’

থিয়েরি অঁরির এমন মন্তব্যের পর স্বাভাবিকভাবেই ইউরোপের ক্লাবগুলোর রাডারে চলে আসেন মাস্তান্তুয়োনো। আর সবার আগেই তার প্রতি জোরালো আগ্রহ প্রকাশ করেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। লস ব্লাঙ্কোসদের স্পোর্টিং ডিরেক্টরের দায়িত্বে থাকা সান্তিয়াগো সোলারি নাকি এই তরুণকে অতি দ্রুত মাদ্রিদে আনতে আগ্রহী। স্প্যানিশ গণমাধ্যম ডিয়ারিও এএস জানিয়েছে, ১৭ বছর বয়সী এই তরুণকে নিয়ে বেশ আশাবাদী সোলারি। এর আগে ফেদে ভালভার্দে এবং ভিনিসিয়ুস জুনিয়রের মতো তরুণ প্রতিভাদের রিয়াল মাদ্রিদে আনার ক্ষেত্রে সোলারির ভূমিকা ছিল উল্লেখযোগ্য। অতীত অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার মাস্তান্তুয়োনোকেও রিয়ালের সাদা জার্সিতে দেখতে চান সাবেক এই আর্জেন্টাইন মিডফিল্ডার।

তবে রিয়াল মাদ্রিদের জন্য কাজটা সহজ হচ্ছে না। এরইমাঝে জানা গেছে, ম্যানচেস্টার ইউনাইটেড মাস্তান্তুয়োনোর সঙ্গে দুই দফায় বৈঠক করেছে। যদিও আর্জেন্টাইন গণমাধ্যমগুলোর খবর অনুযায়ী, তিনি ম্যান ইউনাইটেডের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। আগ্রহীর তালিকায় আছে ফ্রান্সের পিএসজি এবং ইংল্যান্ডের আরেক বড় ক্লাব ম্যানচেস্টার সিটিও।

নিজের অত্যন্ত সম্ভাবনাময় তারকাকে এখনই হাতছাড়া করতে নারাজ তার বর্তমান ক্লাব রিভারপ্লেটও। সাম্প্রতিক সময়ে এনজো ফার্নান্দেজ কিংবা ক্লদিও এচেভেরির মতো উদীয়মান প্রতিভাকে তারা যেভাবে তৈরি করেছে, মাস্তান্তুয়োনোকেও সেভাবেই নিজেদের সম্পদ হিসেবে ধরে রাখতে চাইছে ক্লাবটি। রাইট উইঙ্গার এবং অ্যাটাকিং মিডফিল্ডারের ভূমিকায় পারদর্শী এই তরুণকে ২০২৫ সালের পুরোটা সময় ক্লাবে রেখে দিতে চায় রিভারপ্লেট। এমনকি ইউরোপিয়ান ক্লাবগুলোর আগ্রহ সামাল দিতে তার রিলিজ ক্লজও বাড়ানোর পরিকল্পনা রয়েছে তাদের।

Ingen kommentarer fundet


News Card Generator