বিশিষ্ট আলেমে দ্বীন, লেখক, সংগঠক ও জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা ওবায়দুল্লাহ আল মাহমুদী পবিত্র আরবি হিজরী নববর্ষ উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমান ভাই-বোনকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।
তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন,
"হিজরী নববর্ষ আমাদের জন্য কেবল একটি তারিখ পরিবর্তন নয়, বরং এটি আত্মসমালোচনা, আত্মশুদ্ধি এবং নতুন করে দ্বীনের পথে অগ্রসর হওয়ার এক অনন্য সুযোগ। হিজরতের শিক্ষা আমাদের শিখায় ত্যাগ, সাহস, ও আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে চলার প্রেরণা। আসুন, আমরা নতুন বছরটিকে ইসলামী চেতনা ও মূল্যবোধে উজ্জীবিত করে গড়ে তুলি।"
তিনি দেশ ও জাতির সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং দোয়া করেন—আল্লাহ তাআলা যেন নতুন হিজরী বছরকে মুসলিম উম্মাহর জন্য কল্যাণকর, নিরাপদ ও সফলতার বছর বানিয়ে দেন।