আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার আর কোনো পথ নেই: আমানউল্লাহ আমান..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
বিএনপির জ্যেষ্ঠ নেতা আমানউল্লাহ আমান ঘোষণা দিলেন, আওয়ামী লীগের রাজনীতি শেষ। অন্তর্বর্তীকালীন সরকার আইন করে তাদের নিষিদ্ধ করেছে বলে দাবি করেন তিনি। খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে বিএনপির ‘নতুন ..

কেরানীগঞ্জের কোনাখোলায় অনুষ্ঠিত এক আলোচনা সভায় বিএনপির কেন্দ্রীয় নেতা ও খালেদা জিয়ার উপদেষ্টা আমানউল্লাহ আমান আওয়ামী লীগের রাজনীতির পরিণতি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ সভায় তিনি বলেন, "এই দেশে আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার আর কোনো সুযোগ নেই। অন্তর্বর্তীকালীন সরকার আইন করে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে।"

সাবেক ডাকসু ভিপি আমান বলেন, “আজ দেশের মানুষ জেগে উঠেছে। যারা গণতন্ত্রের নামে একদলীয় শাসন কায়েম করেছে, জনগণ তাদের ক্ষমা করবে না।”

আওয়ামী লীগকে ‘চূড়ান্ত নিষিদ্ধ’ দাবি

আমানের মতে, রাজনৈতিকভাবে আওয়ামী লীগের অস্তিত্ব বিলুপ্তির পথে। তিনি বলেন, “যে সরকার বছরের পর বছর জনগণের রায়কে উপেক্ষা করে জোর করে টিকে আছে, সে সরকারকে আর কেউ চায় না। এখন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নতুন পথচলার সূচনা হয়েছে। সেই সরকার আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করেছে।”

জিয়া পরিবারের নেতৃত্বেই সংকটকালীন পথচলা

তিনি বলেন, “১৯৭১ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই প্রথম স্বাধীনতার ঘোষণা দিয়ে নেতৃত্ব দেন। পরবর্তীতে ৯ বছরের লড়াইয়ে স্বৈরাচার এরশাদকে পতনের মুখে ঠেলে দেন বেগম খালেদা জিয়া। আর আজ, তারেক রহমানের নেতৃত্বে শুরু হয়েছে নতুন বাংলাদেশ গঠনের অপ্রতিরোধ্য যাত্রা।”

তার ভাষায়, “জিয়া পরিবার প্রতিবার জাতিকে রক্ষা করেছে—তাদের হাতেই এ জাতির ভবিষ্যৎ নিরাপদ।”

সরকারের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ

আমানউল্লাহ আমান বর্তমান আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে নানা অভিযোগ এনে বলেন, “এই সরকার হাজারো ছাত্র ও জনগণকে গুলি করে হত্যা করেছে, গুম-খুনের রাজনীতি চালু করেছে। বেগম খালেদা জিয়াকে রাজনৈতিক প্রতিহিংসার জেরে মিথ্যা মামলায় কারাবন্দি করা হয়েছে।”

তিনি বলেন, “আমি নিজেও ১১ বার কারাবরণ করেছি। আজ যারা ভোটের মাঠ থেকে সরে দাঁড়িয়েছে, তারা জানে জনগণের রায় তাদের বিপক্ষে। বিএনপির ভোট ব্যাংক এখনো ঘরে ঘরে আছে।”

নেতাকর্মীদের উপস্থিতি ও প্রতিজ্ঞা

আলোচনা সভা ও নতুন কার্যালয় উদ্বোধনের এই অনুষ্ঠানে কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সভাপতি মনির হোসেন মিনু, সহ-সভাপতি হাজী শামীম হাসান, সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ নবী, নেতা সেলিম রেজা, আবুল হাসনাত, যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান রিপন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওয়ালিউল্লাহ সেলিমসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সভায় নেতাকর্মীরা আওয়ামী লীগবিরোধী আন্দোলনকে চূড়ান্ত পরিণতির দিকে নিয়ে যাওয়ার অঙ্গীকার করেন।

আমানউল্লাহ আমান তার বক্তব্যে পরিষ্কার ভাষায় জানিয়েছেন—আওয়ামী লীগের যুগ শেষ, এবং বিএনপি তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গঠনের পথে এগিয়ে যাচ্ছে। রাজপথের লড়াই থেকে শুরু করে রাজনৈতিক কার্যক্রমে তারা এবার আর পিছু হটবে না।

Ingen kommentarer fundet