close

লাইক দিন পয়েন্ট জিতুন!

আওয়ামী লীগ নেতা আবদুস সোবহান গোলাপ তিন দিনের রিমান্ডে, সাবেক মন্ত্রী টিপু মুনশির জামিন নামঞ্জুর

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পোশাকশ্রমিক রুবেল হত্যার অভিযোগে রাজধানীর আদাবর থানার মামলায় গ্রেফতার আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোল
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পোশাকশ্রমিক রুবেল হত্যার অভিযোগে রাজধানীর আদাবর থানার মামলায় গ্রেফতার আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপকে তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত। সোমবার (২ সেপ্টেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত কর্মকর্তা ৭ দিনের রিমান্ড আবেদন করলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এছাড়া, রাজধানীর বাড্ডা থানায় সুমন শিকদার হত্যার মামলায় সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির চার দিনের রিমান্ড শেষে জামিন আবেদন করা হলে আদালত তা নামঞ্জুর করেন এবং কারাবিধি অনুযায়ী সুচিকিৎসার নির্দেশ দেন। গত ২২ আগস্ট, নিহত পোশাক শ্রমিক রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৪৭ জনের বিরুদ্ধে আদাবর থানায় হত্যা মামলা দায়ের করেন। ২৫ আগস্ট রাজধানীর নাখালপাড়ার বাসা থেকে আবদুস সোবহান গোলাপকে গ্রেফতার করা হয়। মামলায় অভিযোগ করা হয়, ৫ আগস্ট আদাবর এলাকায় আন্দোলনরত রুবেলসহ শতাধিক শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় কয়েকজন আসামি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অংশ নেয়। রুবেল গুলিবিদ্ধ হন এবং দুইদিন পর হাসপাতালে মারা যান।
No comments found


News Card Generator