close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

আওয়ামীলীগ পরিকল্পনাঃ ইউনিয়ন পর্যায়

সালাউদ্দীন মুন্না avatar   
সালাউদ্দীন মুন্না
****

ইউনিয়নকে টার্গেট করে সাংগঠনিক কাজ এগিয়ে আনার চেষ্টা করছে আওয়ামীলীগ। দলীয় প্রধান পলাতক হাসিনার নির্দেশনা পালনে তৎপর হয়ে উঠেছে আওয়ামীলীগ নেতাকর্মীরা। জুলাই গণঅভ্যুত্থান গণহত্যার দায়ে মামলা অভিযুক্ত আসামীরা গ্রেফতার হওয়ার সপ্তাহখানেক পর জামিনে আবার বের হয়ে আসছে। এতে আওয়ামীলীগ কর্মীরা আনন্দিত ও উৎসাহিত। পলাতক হাসিনা আবার ফিরে আসবে এমন প্রচারণা চলছে ইউনিয়ন পর্যায় পর্যন্ত। গোপনে আওয়ামীলীগ কর্মীদের সংগঠিত করছে চৌকস সংগঠক নেতারা। এ ক্ষেত্রে যাদের সুনাম আছে দলীয়ভাবে পদ-পদবীর আশা করেন না, শুধুমাত্র বঙ্গবন্ধুকে ভালবেসে আওয়ামীলীগ রাজনীতি করে যাচ্ছেন, তারা গোপনে  মানুষের কাছে গিয়ে বুঝাচ্ছেন শেখ হাসিনা ফিরে আসলে তাদের সুযোগ সুবিধা দেওয়া হবে। এমন একটি চিত্র দেখা গেছে, চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার গুমানমর্দন ইউনিয়নে। আওয়ামীলীগ আবার ফিরে আসলে পদ বঞ্চিত ব্যক্তিদের হয়তো কপাল খুলে যেতে পারে এমন প্রত্যাশা থেকে কেউ কেউ একধাপ এগিয়ে আসছে। উপরোক্ত চিত্র বাংলাদেশ পুলিশ হেডকোয়াটার্স প্রকাশিত ০৯ এপ্রিল-২৫  বিজ্ঞপ্তির তথ্য সাথে মিলে যায়। বাংলাদেশ পুলিশের তথ্য মতে, আওয়ামীলীগ আগামী ১ সপ্তাহের মধ্য প্রতিটি ইউনিয়ন থেকে ২০০-২৫০ জন কর্মীকে ঢাকায় জড়ো করার চেষ্টা করছে। এই সংক্রান্ত বিশেষ সতর্কতা জারী করা হয়।

লেখক ও সাংবাদিক - মোঃ সালাউদ্দীন মুন্না

לא נמצאו הערות