close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সাভারে বিক্ষোভ

Yeasin Ahmed avatar   
Yeasin Ahmed
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সাভারে শহীদ ইয়ামিন চত্বরে ছাত্র-জনতার বিক্ষোভ

আওয়ামী লীগের বিচার ও দলীয় কার্যক্রম নিষিদ্ধের দাবিতে সাভারে বিক্ষোভ করে ছাত্র-জনতা।

আজ শনিবার বেলা ৩টার দিকে ঢাকা-আরিচা মহাসড়ক শহীদ ইয়ামিন চত্বরে বিক্ষোভ শুরু করে ছাত্র-জনতা। পরবর্তীতে বেলা বাড়ার সাথে লোকজন গণজমায়েত হতে শুরু করে। 

এসময় বিক্ষোভকারীরা ‘আমার সোনার বাংলায়, আওয়ামী লীগের ঠাঁই নাই', ‘ক্ষমতা না জনতা, জনতা জনতা’, ‘গোলামি না রাজপথ, রাজপথ রাজপথ’, 'আবু সাঈদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ' ইত্যাদি শ্লোগানে মুখরিত করে তোলেন। 

তারা আরও বলেন, আওয়ামী লীগের ইতিহাস ২৮ অক্টোবর লগি-বৈঠার ইতিহাস, আওয়ামী লীগের ইতিহাস ৫ মে শাপলা চত্বরে গণহত্যার ইতিহাস, আওয়ামী লীগের ইতিহাস ২৪ সালে হাজার হাজার ছাত্র-জনতা হত্যার ইতিহাস। সবশেষ জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যাসহ এসব অপকর্ম করে বাংলার মাটিতে আওয়ামী লীগের রাজনীতি করার কোন অধিকার নেই। তাদের কোন ক্ষমা নেই। দ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। তা না হলে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

ইয়াছিন/আইনিউজ বিডি

Keine Kommentare gefunden