আওয়ামী লীগ নেতা আটক যশোর বেনাপোল

সুভাষ মজুমদার avatar   
সুভাষ মজুমদার
ভারতে যাওয়ার সময় বেনাপোল ইমিগ্রেশন থেকে বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার শেখ রেজাউল কবির নামে এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে পুলিশ।..

ভারতে যাওয়ার সময় বেনাপোল ইমিগ্রেশন থেকে বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার শেখ রেজাউল কবির নামে এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে পুলিশ। তিনি মোল্লাহাট উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং গাওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
বৃহস্পতিবার বিকেলে ইমিগ্রেশন চেকপোস্টে তাকে আটক করা হয়। তিনি বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার চাঁদেরহাট গ্রামের মৃত মুকবুল শেখের ছেলে।


বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস হোসেন মুন্সি জানান, আজ বিকাল ৪টার দিকে তিনি ইমিগ্রেশন কাউন্টারে পাসপোর্ট জমা দিলে যাচাই-বাছাইয়ের পর তার বিরুদ্ধে একাধিক মামলার তথ্য উঠে আসে। পরে সঙ্গে সঙ্গেই তাকে আটক করা হয়। আটকের পর শেখ রেজাউল কবিরকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল মিয়া জানান, তার বিরুদ্ধে মোল্লাহাট থানায় মামলা থাকায় নিয়ম অনুযায়ী তাকে সেখানে হস্তান্তর করা হবে।

نظری یافت نشد


News Card Generator