close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

আন্তর্জাতিক শ্রমিক দিবসে সাপাহারে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও আলোচনা সভা..

নাসির হায়দার avatar   
নাসির হায়দার
শ্রমিক, শ্রমিক কল্যাণ, র‍্যালি, আলোচনা, সাপাহার

আন্তর্জাতিক  শ্রমিক দিবসে নওগাঁর  সাপাহারে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনায় শ্রমিকদের অধিকার, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করা হয়।এদিকে ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস ২০২৫ উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, সাপাহার উপজেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টায় উপজেলার জয়পুর রাজ্যধর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে র‍্যালিটি শুরু হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাপাহার উপজেলা শাখার সভাপতি সাদেকুল হক শাহ্ চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত নওগাঁ-১ (সাপাহার-পোরশা-নিয়ামতপুর) আসনের এমপি পদপ্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ মাহবুবুল আলম। এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাপাহার উপজেলা শাখার আমির ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাপাহার উপজেলা শাখার প্রধান উপদেষ্টা আবুল খায়ের তরুন, ফেডারেশনের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং সংগঠনের সদস্যরা। অনুষ্ঠানে বক্তারা শ্রমিকদের অধিকার, মর্যাদা ও কল্যাণ নিশ্চিতে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

কোন মন্তব্য পাওয়া যায়নি