close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

আনোয়ারায় জুঁইদন্ডীতে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ মেরামত করল সেনাবাহিনী ..

Farhadul Islam Farhad avatar   
Farhadul Islam Farhad
ফরহাদুল ইসলাম, আনোয়ারা(,চট্টগ্রাম):

 

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায়  ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতে কাজ করছে বাংলাদেশ  সেনাবাহিনী। সেনাবাহিনী সূত্র বলছে উপজেলার জুঁইদন্ডী ইউনিয়ন হঠাৎ বেড়িবাঁধ ভাঙনের খবর পেয়ে বাঁধ নির্তামাণে ৎক্ষণিক সহায়তা শুরু করে।

স্থানীয়রা জানায়, উপজেলার জুঁইদন্ডী ইউনিয়নে অতিবৃষ্টির কারণে এলাকার একটি গুরুত্বপূর্ণ বাঁধ ক্ষতিগ্রস্ত হয়। যার ফলে সমগ্র এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা দেখা দেয়। 

এদিকে বিষয়টি জানা মাত্রই আনোয়ারা সেনা ক্যাম্প থেকে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল জরুরি ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে দ্রুততার সাথে বাঁধ মেরামতের কার্যক্রম শুরু করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সেনাবাহিনী ক্যাম্প সূত্র বলছে, যেকোনো মানবিক সহায়তায় জনগণের পাশে থাকতে বাংলাদেশ সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ। সে অনুযায়ী গতকাল ক্ষতিগ্রস্ত  বেড়িবাঁধ মেরামত করা হয়।

এর আগে  বৃষ্টি ও নদীতে জো'র পানি বৃদ্ধির কারণে  ১১নং জুঁইদন্ডী ইউনিয়নের ২নং ওয়ার্ডে শঙ্খ নদীর বেড়িবাঁধ ভাঙন তীব্র আঁকার ধারণ করে। ফলে  ২নং ওয়ার্ডের আঁধা কিলোমিটার এলাকায় বেড়িবাঁধ তীব্র আঁকারে ভাঙন হয়। বেড়িবাঁধ ভাঙ্গনের ফলে ৪ গ্রামের প্রায় ৬ থেকে ৭ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হবে বলে জানান স্থানীয়রা।

没有找到评论