close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

আন্দোলনের ছাত্ররাই আমাদের মুক্তির দূত: জি এম কাদের

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
আন্দোলনে বিজয়ী ছাত্র সমাজকে বীরোচিত অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। সোমবার রাতে গণমাধ্যমে পাঠানো এক অভিনন্দন বার্তায় তিনি এ অ
আন্দোলনে বিজয়ী ছাত্র সমাজকে বীরোচিত অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। সোমবার রাতে গণমাধ্যমে পাঠানো এক অভিনন্দন বার্তায় তিনি এ অভিনন্দন জানান। অভিনন্দন বার্তায় জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, কোটা সংস্কার করতে গিয়ে ছাত্ররা জাতিকে মুক্তি দিয়েছে। আন্দোলনের ছাত্ররাই আমাদের মুক্তির দূত। তাদের এই ত্যাগ জাতি কৃতজ্ঞ চিত্তে স্মরণে রাখবে। এ সময় দেশবাসীকে ধৈর্যের সঙ্গে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আহ্বান জানান গোলাম মোহাম্মদ কাদের। সেই সঙ্গে তিনি শহিদ ছাত্রনেতাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শহিদ পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন জি এম কাদের। আন্দোলনে গ্রেফতার ও আটক রাজনৈতিক নেতাদের অবিলম্বে মুক্তিও দাবি করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান।
Nenhum comentário encontrado


News Card Generator