close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

আন্দোলনে শিক্ষার্থীর পাশে সাবেক শিক্ষার্থী

Jahid sumon Crime Correspondent avatar   
Jahid sumon Crime Correspondent
জবির আন্দোলনে সংহতি জানিয়ে কাকরাইলে সাবেক শিক্ষার্থীরা যোগ দেন, দাবি আদায়ে একসঙ্গে চলার প্রত্যয়।..

আবাসন বৃত্তিসহ তিন দফা দাবিতে চলমান আন্দোলনে সংহতি প্রকাশ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক শিক্ষার্থীরা। শুক্রবার (১৬ মে) তারা ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে সংহতি জানাই’ লেখা ব্যানার নিয়ে রাজধানীর কাকরাইল মোড়ে অনুষ্ঠিত কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

 

অর্থনীতি বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ত্রিদিব সাহা এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, "শিক্ষার্থীদের যৌক্তিক দাবির প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। কোনো হুমকি বা প্রতিবন্ধকতায় এই আন্দোলন থেমে যাবে না।"

 

তিনি আরও বলেন, "বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা মিলে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।"

 

সাবেক শিক্ষার্থীরা তাদের বক্তব্যে দাবি করেন, “শিক্ষার্থীদের দাবিগুলো সম্পূর্ণ যৌক্তিক। এগুলোর দ্রুত বাস্তবায়ন হওয়া উচিত।"

 

এর আগে, ১৩ মে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) গিয়ে দাবিসংক্রান্ত আলোচনা করলেও আশানুরূপ সাড়া না মেলায় ১৪ মে ‘লং মার্চ টু যমুনা’ কর্মসূচি ঘোষণা করা হয়। সেদিনই রাজধানীর কাকরাইল মোড়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হন এবং চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।

 

আন্দোলনকারীদের তিন দফা দাবি হলো:

১. ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য ২০২৫-২৬ অর্থবছর থেকে আবাসন বৃত্তি কার্যকর করা

২. বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাঁট না করে অনুমোদন দেওয়া

৩. দ্বিতীয় ক্যাম্পাসের কাজ দ্রুত একনেক সভায় অনুমোদন দিয়ে বাস্তবায়ন শুরু করা।

 

কাকরাইল মোড়জুড়ে এখনো অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

No comments found


News Card Generator