আমতলীতে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত

MD .KHALED MOSHARRAF SHOHEL avatar   
MD .KHALED MOSHARRAF SHOHEL
জেলা প্রতিনিধি,বরগুনা ।।

বরগুনার আমতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়েছে ।  বিকাল ৩ টায় আমতলী উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন , আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী । আমতলী ‍শিল্পকলা একাডেমির সাধারন সম্পাদক মো: রেজাউল করিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন ,আমতলী সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো: ইউনুস আলী হাওলাদার, বি,আরডিবির চেয়ারম্যান মাইনুদ্দিন মামুন , আমতলী সরকারী কলেজের প্রভাষক মো: মেহেদী হাসান, বি আর ডিবি কর্মকর্তা মো: ফিরোজ আলম, এনসিপির সমন্বয়ক মো: বায়জিদ হোসেন, আমতলী সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ফিরোজ আলম তাপস (প্রমুখ )।

Tidak ada komentar yang ditemukan


News Card Generator