close

লাইক দিন পয়েন্ট জিতুন!

আমতলীতে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

ফরিদ হোসেন খিজির avatar   
ফরিদ হোসেন খিজির
****

বরগুনার আমতলীতে গাছ থেকে পড়ে মৃত্যু মাখন(২৭) নামের এক শ্রমিক গাছ থেকে পড়ে মারাগেছে। আমতলী থানা স্থানীয় সূত্রে জানা গেছে,উপজেলার পাতাকাটা গ্রামের লক্ষ¥ী কান্তর ছেলে মাখন(২৭) মঙ্গলবার সকাল থেকে একই এলাকার লিটনের সাথে দিনমজুর হিসাবে কাজ করার সময়  বিকাল ৪ সাড়েটার সময়  লিটনের রেইন্টি গাছ কাটার জন্য গাছে উঠে ।

 গাছ কাটার সময় মাখন গাছ থেকে পড়ে যায়।তখন স্থানীয়রা মাখনকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স্রে নিয়ে আসলে হাসপাতালের কর্তব্যরত ডাক্তার মাখনকে মৃত্যু ঘোষনা করেন। 

আমতলী থানার এস আই সাখওয়াত হোসেন জানান, খবর পেয়ে হাসপাতাল থেকে  মরদেহ উদ্ধার থানায় নিয়ে আসা হয়েছে। 
মাখনের পিতা ল²ী কান্ত বলেন, আমার ছেলে গাছ থেকে পড়ে গেছে হাসপাতালে আনার পর মারা গেছে। 
আমতলী থানার ওসি তদন্ত মো. সাইদুল ইসলাম  বলেন মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াদিন রয়েছে। 
 

Không có bình luận nào được tìm thấy


News Card Generator