close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

আমতলীতে দুর্ধর্ষ ডাকাতি, টাকা স্বর্নালঙ্কার লুট জার্মান নাগরিকসহ ৩জন আহত......

MD .KHALED MOSHARRAF SHOHEL SHOHEL avatar   
MD .KHALED MOSHARRAF SHOHEL SHOHEL
জেলা প্রতিনিধি, বরগুনা । বরগুনার আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের ঘটখালী নামক গ্রামে নজরুল ইসলাম তালুকদারের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার রাতে উপজেলার ঘটখালী গ্রামের নজরুল ইসলাম তালুকদারের বাড়ীতে....

বরগুনার আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের ঘটখালী নামক গ্রামে নজরুল ইসলাম তালুকদারের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার রাতে উপজেলার ঘটখালী গ্রামের নজরুল ইসলাম তালুকদারের বাড়ীতে এ ঘটনা ঘটে।


এতে ডাকাতদের হামলায় গৃহকর্তা নজরুল ইসলাম তালুকদার, জার্মান প্রবাসী রোকেয়া রথী ও তার স্বামী জার্মান নাগরিক মি. রথী আহত হয়েছেন।


জানা যায়, শনিবার রাত ৩টার দিকে ১০ থেকে ১২ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে ঘরের জানালার গ্রীল ভেঙ্গে ভিতরে প্রবেশ করে গৃহকর্তা মো. নজরুল ইসলাম তালুকদারকে জীবননাশের ভয় দেখিয়ে এবং লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে।
পরে তার হাত-পা বেঁধে একটি কক্ষের মধ্যে আটকে রাখে। রডের আঘাতে গৃহকর্তা নজরুল ইসলাম তালুকদারের ডান হাত ভেঙ্গে যায়। এরপর তারা ঘরের আলমিরা এবং মালামাল তছনছ করে নগদ ৪ লক্ষাধিক টাকা, ৬-৭ ভরি সোনা ও আইফোনসহ ৩টি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।  


ওই সময় ওই বাড়িতে বেড়াতে আসা জার্মান প্রবাসী রোকেয়া রথী ও তার স্বামী জার্মান নাগরিক মি. রথীকেও মারধর করে ডাকাতদল।


রোকেয়া রথীর হাতের স্বর্ণের চুরিও খুলে নিয়ে যায় তারা। ডাকাতির খবর শুনে গ্রামবাসী ছুটে আসলে ডাকাতরা তাদের সামনে দিয়ে অস্ত্র উচিয়ে পালিয়ে যায়।


গৃহকর্তা নজরুল ইসলাম তালুকদার বলেন, রাত আনুমানিক ৩টার সময় ১০ থেকে ১২ জনের একটি মুখোশধারী ডাকাতদল জানালার গ্রীল ভেঙ্গে ঘরে প্রবেশ করে আমাকে এবং বেড়াতে আসা জার্মান প্রবাসী রোকেয়া রথী ও তার স্বামী জার্মান নাগরিক মি. রথীকে মারধর করে। ডাকাতদের লোহার রডের আঘাতে আমার ডান হাত ভেঙ্গে যায় এবং মাথা ও কানে গুরুতর জখম হয়।


এ ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছি।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এঘটনায় তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা নেওয়া হবে।

Ingen kommentarer fundet