close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

আমতলী উপজেলা সাংবাদিক সমন্বয় পরিষদ গঠন ; জাকির হোসেন সভাপতি,হায়াতুজ্জামান মিরাজ সম্পাদক..

MD .KHALED MOSHARRAF SHOHEL avatar   
MD .KHALED MOSHARRAF SHOHEL
মোঃ খালেদ মোশাররফ সোহেল ;
জেলা প্রতিনিধি,বরগুনা।। 
স্বচ্ছ দুর্নীতিমুক্ত ও জবাবদিহি মূলক সাংবাদিকতার দৃর প্রত্যয় নিয়ে  আমতলী উপজেলা সাংবাদিক সমন্বয় পরিষদ গঠন করা হয়েছে। 
আমতলী উপজেলা সাংবাদিক সমন্বয় পরিষদের কমিটি গঠন উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যা ৭টায় হোটেল সকাল সন্ধ্যার ভিআইপি কক্ষে অ্যাডভোকেট শাহাবুদ্দিন পাননার সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়।  সভায় আলাপ আলোচনার ভিত্তিতে আমতলী উপজেলা সমকালের সাংবাদিক মোঃ জাকির হোসেনকে সভাপতি ও দৈনিক কালের কন্ঠের আমতলী উপজেলা প্রতিনিধি মোঃ হায়াতুজ্জামান মিরাজকে সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। 
কমিটির সদস্যরা হল সহ-সভাপতি মোঃ জসিম উদ্দিন হাওলাদার (দৈনিক সৈকত সংবাদ), মোঃ রেজাউল করিম  (দৈনিক আমার দেশ), মোঃ হারুন অর রশিদ ( দৈনিক ভোরের কাগজ), মোঃ আবু সাঈদ খোকন (দৈনিক মানব জমিন ও প্রতিদিনের সংবাদ); যুগ্ম সম্পাদক মোঃ নাসির মাহমুদ  (দৈনিক সংগ্রাম ও রাজধানী টিভি), যুগ্ম সম্পাদক সজিব মিয়া (দৈনিক দেশ রুপান্তর ও এশিয়ান টিভি),মোঃ মহসীন মাতুব্বর ( দৈনিক খবর পত্র); সাংগঠনিক সম্পাদক মো. মনিরুল ইসলাম (দৈনিক কালবেলা), যুগ্ম সাংগঠনিক সম্পাদক জোশেফ মাহতাব (দৈনিক সবুজ বাংলা); দপ্তর সম্পাদক মোঃ আবু জিয়াদ (বাংলাদেণ বানী), প্রচার সম্পাদক মোঃ আবদুল্লাহ আল নোমান  (দৈনিক ভোরের পাতা ও শেষ কথা), কার্যকরী কমিটির সদস্য অ্যাডভোকেট শাহাবুদ্দিন পাননা (দৈনিক ইত্তেফাক), অ্যাডভোকেট মো. ইছাহাক বাচ্চু  (দৈনিক সৈকত সংবাদ), মোঃ জিয়া সিদ্দিকী (দৈনিক নয়া শতাব্দী), গাজী মতিয়ার রহমান  (দৈনিক মুক্ত খবর), আলহাজ্ব তারিকুল ইসলাম টারজান (দৈনিক সাগরকূল), মোঃ খালেদ মোশাররফ সোহেল (দৈনিক দিনকাল, দৈনিক বরিশালের কথা, আই নিউজ বিডি.কম, প্রাইম নিউজ বিডি.কম ও মুক্তিযোদ্ধারকন্ঠ), মনিরুজ্জামান সুমন  (দৈনিক বরিশাল প্রতিদিন), মোঃ জ্যাক রাসেল (দৈনিক আজকের বার্তা), মাসুদ রানা (দৈনিক সংবাদ সকাল), মোঃ মেহেদি হাসান  (দৈনিক জবাব দিহি) মোঃ  আব্দুর রহমান (জাগো নিউজ ২৪), বিরাজ কুমার বিশ্বাস (দৈনিক দক্ষিণাঞ্চল),  মোঃ নাঈম বিল্লাহ (একুশে নিউজ), মোঃ হানিফ মিয়া (দৈনিক বরিশাল বার্তা), মোঃ মাঈনুল ইসলাম রাজু (বাংলাদেশ সমাচার), পারভেজ শাহরিয়ার ( দৈনিক বাংলাদেশের খবর), মোঃ মনোয়ার হোসেন (দৈনিক সাগরকূল) ও জাকিয়া সুলতানা হানি (দৈনিক নব বাণী)।
No comments found


News Card Generator