close

লাইক দিন পয়েন্ট জিতুন!

আমি বেঁচে থাকলে বগার লোহালিয়া নদীতে সেতু নির্মাণ হবেই ইনশাআল্লাহ: ড. শফিকুল ইসলাম......

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
বগার লোহালিয়া নদীতে সেতু নির্মাণের দাবি: অন্তবর্তীকালীন সরকারের প্রতি জামায়াত নেতা ড. শফিকুলের আহ্বান....

পটুয়াখালীর বাউফলের বগা লোহালিয়া নদীর উপর সেতু নির্মাণের জন্য অন্তবর্তীকালীন সরকারের প্রতি সরাসরি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ও বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম মাসুদ।

আজ রবিবার একটি জাতীয় গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, দীর্ঘদিন ধরেই বগা লোহালিয়া নদীতে একটি সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছেন স্থানীয় জনগণ। তবে আজ পর্যন্ত সে দাবি বাস্তবায়নের কোনো কার্যকর অগ্রগতি হয়নি।

ড. মাসুদের মতে, “এই সেতু নির্মাণ হলে বাউফল, গলাচিপা, দশমিনা এবং আশপাশের উপজেলার প্রায় ২০ লাখ মানুষের যোগাযোগ সুবিধা সহজ হবে। ঢাকা থেকে মাত্র ৫ ঘণ্টায় বাউফল পৌঁছানো সম্ভব হবে।”

তিনি আরও জানান, এক সময় চীন-বাংলাদেশ যৌথ প্রকল্পের আওতায় ৯ম সেতু হিসেবে লোহালিয়ায় একটি সেতু নির্মাণের পরিকল্পনা হয়েছিল এবং কয়েক দফা সার্ভেও হয়। কিন্তু রহস্যজনক কারণে টেন্ডার আহ্বান করা হয়নি।

বাউফলের তৎকালীন সংসদ সদস্যের সক্রিয় ভূমিকা থাকলে এটি আরও আগে বাস্তবায়িত হতে পারত বলেও মন্তব্য করেন তিনি।

বর্তমানে ঢাকায় একটি কমিটি এ সেতু নির্মাণের দাবিতে কাজ করছে বলে জানান ড. মাসুদ। সম্প্রতি চীনের একটি প্রতিনিধি দল লোহালিয়া নদী পরিদর্শন করেছে বলেও জানান তিনি।

“আমি বেঁচে থাকলে ইনশাআল্লাহ বগা লোহালিয়া নদীতে সেতু নির্মাণ হবেই।”

Aucun commentaire trouvé