close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

আমগাছে ঝুঁলছিল হান্নানের লাশ, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা!..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা avatar   
সাতক্ষীরার তালা উপজেলার শিরাশুনী গুচ্ছগ্রামে বাড়ির পাশের জনৈক মিন্টু মিঞার আম বাগানের একটি গাছ থেকে হান্নান শেখ নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ..

শেখ আমিনুর হোসেন, জ্যেষ্ঠ প্রতিবেদক, সাতক্ষীরা: সাতক্ষীরার তালা উপজেলার শিরাশুনী গুচ্ছগ্রামে বাড়ির পাশের জনৈক মিন্টু মিঞার আম বাগানের একটি গাছ থেকে হান্নান শেখ নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (৬ এপ্রিল) সকাল ১০ টার দিকে উক্ত লাশটি উদ্ধার করা হয়। তবে নিহতের পরিবারের দাবি, পরকীয়ার বলি হিসেবে তাকে কেউ পরিকল্পিতভাবে হত্যা করেছে।  তালা থানা পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। নিহত হান্নান শেখ শিরাশুনী গুচ্ছগ্রামের মৃত শামছুর রহমান শেখের ছেলে। এদিকে হত্যার আগের রাতে একই গ্রামের বাসিন্দা জনৈকা ফরিদা বেগমের সঙ্গে তার বাগবিতণ্ডা ও হাতাহাতি হয় বলে অনকেই জানান।


স্থানীয় বাসিন্দা বিল্লাল হোসের জানান, শনিবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে তার বাড়ির সামনে মৃত আব্দুল মান্নানের স্ত্রী ফরিদা বেগমের সঙ্গে হান্নান ঝগড়া করছিলেন। এ সময় তাদের বাকবিতণ্ডায় রীতিমতো অতিষ্ঠ হয়ে তিনি বাড়ি থেকে চিৎকার দিয়ে তাদের চুপ থাকতে বলেন। এর কিছুক্ষণ পর বাড়ির লোকজন ঘটনাস্থলে উপস্থিত হলে ফরিদা বেগমকে রক্তাক্ত অবস্থায় সেখানে পড়ে থাকতে দেখে। পরে তাকে উদ্ধার করে তালা হাসপাতালে ভর্তি করে। তবে হান্নানকে তারা সেখানে দেখেনি। 


তিনি জানান, রবিবার  সকালে স্থানীয়রা ফরিদার বাড়ির পেছনে মিন্টুর আম বাগানের একটি গাছে হান্নানের ঝুঁলন্ত লাশ উদ্ধার করা হয়। 


আহত ফরিদার দাবি, হান্নান তাকে প্রায়ই কুপ্রস্তাব দিতেন। তাতে রাজি না হওয়ায় ক্ষুব্ধ হয়ে অন্যের সঙ্গে তার পরকীয়ার কুৎসা রটায় ও ক্ষিপ্ত হয়ে তাকে পিটিয়ে মাথা ফাটিয়ে দেন।  হান্নানের বড় ভাই আব্দুল মান্নান বলেন, তিনি ভাই হত্যায় থানায় মামলা করবেন।


তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহিনুর রহমান জানান, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।

No comments found