আলোকিত মিরসরাই ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত আলোকিত মিরসরাই মেধা বৃত্তির পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। শুক্রবার বিকেলে মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজ অডিটরিয়ামে পুরস্কার বিতরণী অনুষ্ঠান আলোকিত মিরসরাই ফাউন্ডেশনের সভাপতি গাজী নিজাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন বারইয়ারহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক
নুরুল হুদা। স্বাগত বক্তব্য রাখেন আলোকিত মিরসরাই ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা তৌহিদুল ইসলাম তুহিন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সমাজসেবক ও শিক্ষানুরাগী হাজী মোহাম্মদ মহসিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন পররাষ্ট্র মন্ত্রণালয় কর্মকর্তা ও থাইল্যান্ড, আমেরিকা ও অস্ট্রেলিয়ার সাবেক কূটনৈতিক নুরুল আলম, সাবেক চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা কাজী নুরুল আবছার,শিক্ষানুরাগী আলী হায়দার টিপু, দৈনিক কালের কন্ঠের মিরসরাই প্রতিনিধি এম আনোয়ার হোসেন, সমাজসেবক আলমগীর হোসেন, আলোকিত মিরসরাই ফাউন্ডেশনের সচিব আইনুল করিম। অতিথিবৃন্দ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অনুপ্রেরণামূলক পরামর্শ ও আলোকিত মানুষ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রসঙ্গত, আলোকিত মিরসরাই ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত আলোকিত মিরসরাই মেধা বৃত্তিতে উপজেলার ৫৭ টি সরকারী, বেসরকারী ও কিন্ডারগার্টেন থেকে প্রায় ৬ শত ৮৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। তম্মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে ৭৩ জন কৃতকার্য হয়েছে। কৃতকার্য শিক্ষার্থীদের সার্টিফিকেট, ক্রেস্ট, স্কুল ব্যাগ, প্রাইজবন্ড ও শিক্ষা উপকরণ দিয়ে পুরস্কৃত করা হয়।