close

লাইক দিন পয়েন্ট জিতুন!

আলোকবালীতে চোরাই মোটরসাইকেলসহ যুবক গ্রেফতার

Mehedi Hasan avatar   
Mehedi Hasan
আলোকবালীতে চোরাই মোটরসাইকেলসহ যুবক গ্রেফতার

রিপোর্ট মেহেদী হাসান: 

নরসিংদী সদর উপজেলার আলোকবালী এলাকায় চোরাই মোটরসাইকেলসহ এক যুবককে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত যুবকের নাম আতিক হাসান (১৯)। তিনি নরসিংদী জেলার বাখরনগর পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা এবং আল-আমিনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১৪ ডিসেম্বর ২০২৫) বিকেল সাড়ে ৪টার দিকে নরসিংদী মডেল থানার এসআই মোবারক হোসেন সঙ্গীয় ফোর্সসহ আলোকবালী এলাকায় মেঘনা নদীর পাড় সংলগ্ন আলোকবালী জামে মসজিদের সামনে রাস্তার ওপর চেকপোস্ট ডিউটি পরিচালনা করছিলেন। এ সময় সন্দেহভাজন একটি মোটরসাইকেল তল্লাশি করলে সেটি চোরাই বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয় পুলিশ।

উদ্ধারকৃত মোটরসাইকেলটি একটি DAYUN ব্র্যান্ডের, যার চ্যাসিস নম্বর LXSPCKLDOC1054549, ইঞ্জিন নম্বর DY157FMJ2C1448773 এবং রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-হ ৪৬-৪৮৫৮। মোটরসাইকেলটির আনুমানিক বাজারমূল্য প্রায় ৮০ হাজার টাকা বলে জানা গেছে।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

No comments found


News Card Generator