close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

আলোচিত রেণু হত্যা মামলার রায় ঘোষণা

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
রাজধানীর উত্তর বাড্ডায় ‘ছেলেধরা’ সন্দেহে তাসলিমা বেগম রেনুকে গণপিটুনিতে হত্যার ঘটনায় প্রধান আসামি ইব্রাহিম ওরফে হৃদয় মোল্লাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া এই
রাজধানীর উত্তর বাড্ডায় ‘ছেলেধরা’ সন্দেহে তাসলিমা বেগম রেনুকে গণপিটুনিতে হত্যার ঘটনায় প্রধান আসামি ইব্রাহিম ওরফে হৃদয় মোল্লাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া এই মামলায় রিয়া বেগম ময়না, আবুল কালাম আজাদ, কামাল হোসেন এবং আসাদুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। বুধবার (৯ অক্টোবর) ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ মোরশেদ আলমের আদালত আলোচিত এই মামলার রায় ঘোষণা করেন। রায়ে দণ্ডপ্রাপ্ত প্রত্যেক আসামিকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের নির্দেশ দেন। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার ৮ আসামিকে খালাস দেওয়া হয়েছে। ২০১৯ সালের ২০ জুলাই উত্তর বাড্ডায় ছেলেধরা সন্দেহে তাসলিমা বেগম রেনুকে গণপিটুনিতে হত্যা করে স্থানীয় জনতা। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রেনুর ভাগনে নাসির উদ্দিন বাড্ডা থানায় ৪০০-৫০০ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। ২০২০ সালের ১০ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ইন্সপেক্টর আব্দুল হক ১৫ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। ২০২১ সালের ১ এপ্রিল ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক ফাতিমা ইমরোজ ক্ষনিকা ১৩ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। মামলায় ৩৬ জন সাক্ষীর মধ্যে ১৯ জন সাক্ষ্য প্রদান করেন।
没有找到评论


News Card Generator