close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

আল্লার দর্গায় ইসলামিয়া মেডিকেল শিশু মাতৃসেবা ডায়াগনস্টিক সেন্টার  উদ্বোধন ..

মোঃ সম্রাট আলী avatar   
মোঃ সম্রাট আলী
****

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লার দর্গায় ইসলামিয়া মেডিকেল শিশু মাতৃসেরা ডায়াগনস্টিক সেন্টারে শুভ উদ্বোধন করা হয়েছে। 

 

বাজারের প্রাণকেন্দ্রে অবস্থিত সেন্টারে ৩ মে শনিবার সকাল ১১ টায় অনুষ্ঠিত উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মৌলানা শামসুল হক, ইদ্রিস আলী বিশ্বাস ইসলামিয়া মাদ্রাসা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী আলহাজ্ব নুরুল্লাহ হাবিবি রোকন, মোঃ মনিরুল ইসলাম, দৌলতপুর উপজেলা ক্লিনিক মালিক সমিতির সভাপতি আবুল হোসেন, সাংবাদিক সাইফুল ইসলাম শাহীন আর.এম.পি সভাপতি, ডাক্তার সুমন আলী, পল্লী চিকিৎসক জমশেদ আলী মিন্টু, আল্লার দর্গা বাজার কমিটির সভাপতি মিন্টু লস্কর, লাভলু মাস্টার, খন্দকার আরিফুজ্জামান, সভাপতিত্ব করেন ইসলামিয়া মেডিকেল শিশু মাতৃ সেবা ডায়াগনস্টিক সেন্টার এর পরিচালক আব্দুর রাজ্জাক,অনুষ্ঠানটি পরিচালনা করেন আল্লারদর্গা প্রেস ক্লাবের সভাপতি খন্দকার জালাল উদ্দীন। বক্তারা সুন্দরভাবে সেবামূলক প্রতিষ্ঠানটি পরিচালনা করার জন্য তাদের চিন্তিত মতামত ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে দোয়া  করা হয়।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator