আল্লাহ সব দেখছেন, তিনিই বিচার করবেন : ঠাকুরগাঁওয়ের সাবেক মেয়র..

abul hasan avatar   
abul hasan
ঠাকুরগাঁও পৌরসভার সাবেক মেয়র আঞ্জুমান আরা বন্যার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। এ সময় তিনি আদালতে কান্না করে আল্লাহর কাছে বিচার দিলেন এবং বলেন আল্লাহ সব দেখছেন, তিনিই বিচ..

বুধবার (৩০ এপ্রিল) দুপুরে ঠাকুরগাঁও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শ্রী রাজিব কুমারের আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 

আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট নাজমুল ইসলাম বলেন, গত ৪ আগস্টের একটি ঘটনায় বিস্ফোরক আইনে শামীম ইসলাম ওরফে সিফান ঠাকুরগাঁও সদর থানায় ৭ অক্টোবর ২০২৪ একটি মামলা দায়ের করেন। মামলা নম্বর ৪১১/২৪। এ মামলায় প্রধান আসামি করা হয় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড অরুনাংশু দত্ত টিটোকে। এ ছাড়া আরও কয়েকজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত অনেককে আসামি করে মামলাটি দায়ের করা হয়।

 

এই আইনজীবী আরও বলেন, সাবেক মেয়র আঞ্জুমান আরা বন্যা এই মামলার আসামি। তিনি আগের সব মামলায় জামিনে থাকলেও এই মামলায় তাকে পুনরায় গ্রেপ্তার দেখিয়ে আজ দিনাজপুর কারাগার থেকে আদালতে তোলা হয়। জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

 

তিনি বলেন, এই মামলায় আরও দুজন আসামিকে ঠাকুরগাঁও কারাগার থেকে তোলা হয়। তাদেরকেও কারাগারে পাঠানোর নির্দেশ

দেন আদালত।

Nema komentara