close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

আলহাজ্ব এম.এ. হামিদ ক্বারীর পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা..

Shazzadul Alam Khan  avatar   
Shazzadul Alam Khan
আলহাজ্ব এম.এ. হামিদ ক্বারী পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীসহ সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।..

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দলে বিএনপির বর্ষীয়ান নেতা ও জননন্দিত ব্যক্তিত্ব, ভালুকা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য আলহাজ্ব এম.এ. হামিদ ক্বারী পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীসহ সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।

এক বিবৃতিতে তিনি বলেন, “পবিত্র ঈদুল আযহা আমাদের ত্যাগ, সহমর্মিতা ও সৌহার্দ্যের মহান শিক্ষা দেয়। এই আনন্দঘন মুহূর্তে আসুন, আমরা সকল ভেদাভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়াই, ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও দৃঢ় করি। ঈদের এই পবিত্র সময়ে দেশ ও জাতির কল্যাণে, মানবতার সেবায় আমরা সবাই একসাথে কাজ করার অঙ্গীকার করি।”

তিনি আরও বলেন, “বর্তমান রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক প্রেক্ষাপটে মানুষের মধ্যে সহানুভূতি, সহনশীলতা ও সহমর্মিতা জাগ্রত করা অত্যন্ত জরুরি। ঈদুল আযহার শিক্ষা আমাদের সে দিকেই আহ্বান করে। চলুন আমরা সবাই মিলে শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশের লক্ষ্যে একযোগে কাজ করি।”

বিএনপির এই নেতা তার শুভেচ্ছা বার্তায় ভালুকা তথা ময়মনসিংহ দক্ষিণ জেলার সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ জনগণকে ঈদের শুভেচ্ছা জানান এবং তাদের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

শেষে তিনি বলেন, “আল্লাহ আমাদের ত্যাগ কবুল করুন এবং সবাইকে ঈদের প্রকৃত শিক্ষা ধারণ করার তাওফিক দান করুন। ঈদ মোবারক।”

No comments found


News Card Generator