close

লাইক দিন পয়েন্ট জিতুন!

আলফাডাঙ্গায় চাচাশ্বশুরের লালসায় ধর্ষণের শিকার প্রবাসী ভাতিজার স্ত্রী..

ফরিদপুর ডেস্ক avatar   
ফরিদপুর ডেস্ক
মুহাম্মদ ইমরান, ফরিদপুর জেলা সংবাদদাতা

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় এক নৃশংস ধর্ষণ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্বামী বিদেশে থাকা এক গৃহবধূকে তার চাচাশ্বশুর নান্নু মল্লিক (৪০) জোরপূর্বক ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি শুক্রবার (৪ এপ্রিল) রাত আনুমানিক ১১:৩০টার দিকে বানা ইউনিয়নের বেলবানা গ্রামে ঘটে।  

 

সূত্রমতে, ধর্ষিতা নারীর স্বামী গত তিন বছর ধরে সৌদি আরবে কর্মরত। এই সুযোগে নান্নু মল্লিক বারবার তাকে অশালীন প্রস্তাব দিতেন। ওই রাতে নারীটি প্রকৃতির ডাকে সাড়া দিতে বাড়ির বাইরে গেলে নান্নু মল্লিক তার শয়নকক্ষে প্রবেশ করেন। পরে তিনি নারীর মুখ চেপে ধরে তাকে জোর করে খাটে ফেলে দেন এবং তার পরনের শাড়ি খুলে ফেলে ধর্ষণ করেন।  

 

এ সময় পাশের ঘরে থাকা নারীর দেবর শোরগোল শুনে দৌড়ে এসে ঘরের দরজা বাইরে থেকে আটকে দেন। এতে আতঙ্কিত নান্নু মল্লিক ঘরের একটি স্টিলের আলমারিতে লুকিয়ে পড়েন। পরে নারীর শ্বশুরসহ স্থানীয়রা তল্লাশি চালিয়ে তাকে আলমারি থেকে উদ্ধার করেন। তবে নান্নু মল্লিক কৌশলে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হন।  

 

এ ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা ধর্ষকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা দাবি করেন। অবশেষে ৮ এপ্রিল মঙ্গলবার রাতে ধর্ষিতা নারী আলফাডাঙ্গা থানায় মামলা দায়ের করেন। পুলিশ অভিযুক্ত নান্নু মল্লিককে গ্রেফতার করে জেলে প্রেরণ করে।  

 

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসআই নজরুল ইসলাম নিশ্চিত করে বলেন, "অভিযুক্তকে গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে।"  

 

এদিকে, এই ঘটনায় এলাকায় নারী নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। স্থানীয়রা দাবি করছেন, ধর্ষকের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।

No comments found


News Card Generator