আল হিলালের বিপক্ষে ম্যাচের আগে দুশ্চিন্তায় রিয়াল মাদ্রিদ..

Mehedi Hasan avatar   
Mehedi Hasan
কার্লো আনচেলত্তি অধ্যায়ের পর এইবার নতুন শুরুর অপেক্ষায় স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। আজ সৌদি ক্লাব আল হিলালের সাথে ক্লাব বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ।..

তবে ম্যাচ শুরুর আগে দুশ্চিন্তা ভর করছে মাদ্রিদ শিবিরে। দলের অন্যতম সেরা তারকা কিলিয়ান এমবাপ্পে জ্বরে আক্রান্তের কারণে গতকালের অনুশীলন মিস করেছেন। রিয়ালের পক্ষ থেকে জানানো হয়, হালকা জ্বরে ভুগছেন ফরাসি ফরোয়ার্ড। যার ফলে আজকের ম্যাচে তার খেলা নিয়ে রয়েছে অনিশ্চয়তা।

নতুন কোচ জাবি আলোনসো বলেন, (মঙ্গলবার) সকালে কিলিয়ান কিছুটা ভালো লাগছিল, কিন্তু মাঠে নামার মতো যথেষ্ট ফিট নয়। এখানকার আবহাওয়াও বেশ গরম। সকালে তার শারীরিক অবস্থা দেখে সিদ্ধান্ত নেব।’

গত মৌসুমে দারুণ ফর্মে ছিলেন এমবাপ্পে। কোনো শিরোপা না জিতলেও সব প্রতিযোগিতা মিলিয়ে করেছেন ৪৩ গোল। ইউরোপিয়ান গোল্ডেন শ্যু পুরস্কারও তার দখলেই গিয়েছে। 

শুধু এমবাপ্পে না, ম্যাচের আগে আরও অস্বস্তির কারণ আছে। আন্তোনিও রুডিগার, দানি কারভাহাল, এডার মিলিতাও এবং মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গা এখনো পুরোপুরি ফিট নন। 

দলের ইঞ্জুরির সমস্যা নিয়ে আলোনসো আরো বলেন, রুডিগার রিহ্যাভে বেশ উন্নতি করছে। দ্রুতই ফিরতে পারে। কামাভিঙ্গাও দ্রুত সেরে উঠছে। তবে কারভাহাল আর মিলিতাওর জন্য আমাদের আরও অপেক্ষা করতে হবে।

لم يتم العثور على تعليقات