close

লাইক দিন পয়েন্ট জিতুন!

আখাউড়া পৌর যুবদলের উদ্যোগে নির্বাচন উপলক্ষে পরামর্শ সভা অনুষ্ঠিত :..

Ali Afzal Khan avatar   
Ali Afzal Khan
আজ বিকালবেলায় আখাউড়া পৌর শহরের বাঁধন কমিউনিটি সেন্টারে এ সভাটি অত্যন্ত ঝাঁকজমকভাবে অনুষ্ঠিত হয় ।..

আফজল খান শিমুল 

আজ শনিবার বাদ আছর ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া পৌর যুবদলের  উদ্যোগে পৌর শহরের বাঁধন কমিউনিটি সেন্টারে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কসবা-আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া-০৪) হতে আট দলীয় জোট তথা বিএনপি থেকে চুড়ান্ত মনোয়নপ্রাপ্ত জননেতা আলহাজ্ব মুশফিকুর রহমানের ধানের শীষ প্রতীককে কিভাবে বিজয়ী করা যায় সে বিষয়ে পৌর ও ইউপি শাখার ওয়ার্ড যুবদলের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল আখাউড়া পৌর শাখার সাবেক সিনিয়র - সহ- সভাপতি , কাজি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ,
কবি আফজল খান শিমুল , সাবেক সাংগঠনিক সম্পাদক , আখাউড়া উপজেলা ছাত্রদল। হোসাইন মোঃ ভূঁইয়া সানি , সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক , আখাউড়া উপজেলা যুবদল । অ্যাড. মামুন আহমেদ , সাবেক সভাপতি , আখাউড়া কলেজ ছাত্রদল। মোঃ লুৎফর আমিন , সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক , আখাউড়া উপজেলা ছাত্রদল । মোঃ ফোরকান ভূঁইয়া , সাবেক সাংগঠনিক সম্পাদক , আখাউড়া কলেজ ছাত্রদল । অ্যাড. বাপ্পি, যুবদল নেতা , অ্যাড. ফয়সাল শিকদার, যুবদল নেতা , মোঃ সিদ্দিক মিয়া, যুবদল নেতা , মোঃ জাহাঙ্গীর আলম , যুবদল নেতা ও আরও অনেকে।

আখাউড়া পৌর ওয়ার্ড থেকে বক্তব্য রাখেন ,
১ নং--মারুফ আহমেদ ২ নং--রাজিব খাদেম ৩নং--শামীম মোল্লা খাদেম ৪নং--জবুর হোসেন পাখি ৫ নং--শিশির ও শিমুল মিয়া ৬ নং--মনসুর ৭ নং--ওয়াসিম ভূঁইয়া, মোঃ হাসান রহমান ( তিনি আখাউড়া পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র জনাব আতিক সাহেবের ভাতিজা ) ও সবুজ মিয়া ৮নং-- মোঃ নান্টু খান ও রাশেদ খান এবং  ৯ নং--নোয়াব মিয়া ও মানিক মিয়া ।
এ ছাড়াও মোগড়া ইউপি যুবদলের পক্ষ থেকে অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন, বায়েজিদ আহমেদ নাইম।

অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন , আব্দুস ছামাদ, সাবেক সহ-সভাপতি, আখাউড়া কলেজ ছাত্রদল ।

অত্র মতবিনিময় সভায় , কিভাবে সংগ্রামী প্রতীক ধানের শীষকে বিজয়ী করা যায় সে ব্যাপারে স্ব-বিস্তারে আলোচনা করা হয়েছে ।

Hiçbir yorum bulunamadı


News Card Generator