close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

আজমিরীগঞ্জে জাকির হত্যা মামলায় ৪৯ আসামী কারাগারে

Anamul haq Milad avatar   
Anamul haq Milad
আজমিরীগঞ্জে জাকির হত্যা মামলায় ৪৯ আসামী কারাগারে
আজমিরীগঞ্জে জাকির হত্যা মামলায় ৪৯ আসামী কারাগারে 
 
আজমিরীগঞ্জ (হবিগঞ্জ)  প্রতিনিধি । 
হবিগঞ্জের আজমিরীগঞ্জে জাকির হোসেন (৩৮) হত্যা মামলায় ৪৯ জন আসামীকে কারাগারে প্রেরণ করা হয়েছে। 
মঙ্গলবার (২৪ জুন) আসামীরা আজমিরীগঞ্জ চৌকি আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আাদালতের বিচারক মো.সোহেল ভুঁইয়া তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন৷
প্রসঙ্গত, গত ১৫ (রবিবার) জুন সন্ধ্যায় উপজেলার বদলপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষেের সময় প্রতিপক্ষের হামলায় জাকির হোসেন নিহত হন৷ এরপর গত ১৮ জুন সকালে জাকির হোসেনেে পিতা হারুনুর রশিদ বাদী হয়ে পিরোজপুর গ্রামের মৃত ইসলাম উদ্দিনের পুত্র সেরকুল মিয়া ওরফে সেকুলকে প্রধান আসামী করে ৮১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ২৫ জনকে আসামী করে আজমিরীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর আজমিরীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করে আদালতে সোপর্দের মাধ্যমে কারাগারে প্রেরণ করেন। 
আজমিরীগঞ্জ চৌকি আদালতের উপ-পরিদর্শক মো.রফিকুল ইসলাম বলেন, আসামীরা আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিজ্ঞ আদালতের বিচারক শুনানী শেষে তাদের জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন। 
 
বার্তা প্রেরক, 
এনামুল হক মিলাদ 
আজমিরীগঞ্জ, হবিগঞ্জ। 
No comments found


News Card Generator