close

লাইক দিন পয়েন্ট জিতুন!

আজ সন্ধ্যায় ৬০ কিমি বেগে ঝ ড়ের আ শ ঙ্কা! ৩ অঞ্চলে ১ নম্বর সতর্কতা..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
আজ সন্ধ্যার মধ্যে বরিশাল, নোয়াখালী ও চট্টগ্রামে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা রয়েছে। বজ্রবৃষ্টি ও ঝড়ো হাওয়ার জন্য ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। বিস্তারিত জানুন.....

আজ (২৭ এপ্রিল) দেশের তিনটি অঞ্চলে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির আবহাওয়াবিদ আফরোজা সুলতানা স্বাক্ষরিত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, বরিশাল, নোয়াখালী এবং চট্টগ্রাম অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিমি বেগে অস্থায়ী দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে এসব এলাকায় ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

সারা দেশের পূর্বাভাসেও ঝড়-বৃষ্টির আভাস দেওয়া হয়েছে। রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে এবং রংপুর, খুলনা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।

তাপমাত্রার দিক থেকে আজকের দিনে বিশেষ কোনো পরিবর্তন হবে না বলে ধারণা করা হচ্ছে। দেশের বিভিন্ন অঞ্চলে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে, তবে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে এবং জরুরি প্রয়োজন ছাড়া ঝড়ের সময় ঘরের বাইরে না যাওয়ার আহ্বান জানিয়েছে।

Tidak ada komentar yang ditemukan


News Card Generator