close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

আইএল টি-২০ এর ফাইনালে ডেজার্ট ভাইপার্স। তাদের সংগ্রহ ২৩৩/১।..

Bakhtiar S. avatar   
Bakhtiar S.
সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত আইএল টি-টুয়েন্টি ২০২৫-২৬ এর ১ম কোয়ালিফায়ার। প্রতিপক্ষ- লীগ পর্বে ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে (পয়েন্ট) টেবিলের শীর্ষে অবস্থান করা 'ডেজার্ট ভাইপার্স' বনাম ১৪ পয়েন্ট ন..

৬টি দল নিয়ে আয়োজিত এ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লীগের লীগ পর্ব শেষ হয়ে এখন চলছে শেষ চারের খেলা। শেষ চারের বাকি দুই দল- দুবাই ক্যাপিটালস্ ও আবুধাবি নাইট রাইডার্স। এ লীগের মূল আকর্ষণ হলো- প্রতিটি দলে (প্রতি ম্যাচে) ৯ জন প্লেয়ার-ই খেলেন বিদেশি! আর বাকি ২ জন ইউএই-এর। গতকাল (৩০ ডিসেম্বর) টুর্নামেন্টের 'কোয়ালিফায়ার ১'-এ মুখোমুখি হয় (উক্ত) ডি.ভি. এবং এম.আই.ই.। আবুধাবিতে অনুষ্ঠিত এ ম্যাচে টসে জিতে এম.আই.ই.-এর অধিনায়ক (ক্যারিবীয়) কায়রন পোলার্ড প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। 

ডেজার্ট ভাইপার্স তাদের দুই ওপেনারের অসাধারণ সূচনায় বিশাল সংগ্রহ গড়ে। তাদের ওপেনিং জুটিতে আসে ১৫৭ রান ৯৫ বলে। ইউএসএ (যুক্তরাষ্ট্র) থেকে আসা আন্ড্রিয়েস হাউস মাত্র ৫৩ বলে সেঞ্চুরি করেন! শেষ পর্যন্ত তিনি ৭টি চার ও ৯টি ছয়ের মাধ্যমে ১২০* রান করেন ৫৮ বলে! অপর ওপেনার (পাকিস্তানি) ফখর জামান করেন ৬৯ (৫০) রান। এছাড়া অধিনায়ক (ইংলিশ) স্যাম কারেনের ক্যামিও ছিল দেখার মত। তিনি মাত্র ১২ বলে ৪টি ছয় সহ করেন ৩৮*! নির্ধারিত ২০ ওভার শেষে ডি.ভি.-এর স্কোর দাঁড়ায় ২৩৩/১। এম.আই.ই-এর হয়ে একমাত্র উইকেটটি পান (আফগান) গজনফার। 

২৩৪ রানের পাহাড়সম টার্গেট তাড়া করতে নেমে এমআই এমিরেটস্ তাদের (ইংলিশ রিক্রুট) টম ব্যান্টনের ২৭ বলে ৪টি ছয়ের মাধ্যমে ৬৩ এবং (ওঃ ইন্ডিয়ান) রোমারিও শেফার্ডের ৩৯* (২৩) রানের সুবাদে নির্ধারিত ওভার শেষে ১৮৮/৭ রান করতে সমর্থ হয়। বাংলাদেশের তারকা সাকিব আল হাসান এ ম্যাচে ৮ নম্বরে ব্যাট করতে নেমে ৬ বলে ৮ রান করতে সক্ষম হন। ডি.ভি. দলের (পাকিস্তানি) উসমান তারিক ৩টি এবং (ইংলিশ) ডেভিড পেইন ২টি উইকেট নেন। 

৪৫ রানে ম্যাচটি জিতে ফাইনাল নিশ্চিত করে ডেজার্ট ভাইপার্স। ম্যাচসেরা আর কেউ নন; (ডেজার্টের) ঐ আমেরিকান রিক্রুট আন্ড্রিয়েস হাউস। 

 

[ক্রিকবাজ।]

No comments found


News Card Generator