আদমদিঘীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

আরিফুল ইসলাম বগুড়া প্রতিনিধি avatar   
আরিফুল ইসলাম বগুড়া প্রতিনিধি
****

বগুড়ার আদমদীঘিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম আরিফুল ইসলাম ওরফে বকুল (২০)। তিনি আদমদীঘি উপজেলার কেশরতা গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে।

 

ঘটনাটি ঘটে সোমবার (২৮ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে, নওগাঁ-বগুড়া মহাসড়কের আদমদীঘি উপজেলার আশা ফিলিং স্টেশনের সামনে। প্রত্যক্ষদর্শীদের মতে, নওগাঁ থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে অজ্ঞাত একটি যানবাহন বকুলকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন।

 

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

নিহত বকুল নওগাঁ সদরের একটি দোকানে এসি ও ফ্রিজ মেরামতের কাজ করতেন। প্রতিদিনের মতো সেদিনও কাজ শেষে বাড়ি ফিরছিলেন তিনি।

 

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে একটি ইউডি মামলা হয়েছে এবং ঘাতক যানবাহন শনাক্তের চেষ্টা চলছে।

 

Nenhum comentário encontrado