আদমদীঘি - দুপচাঁচিয়া আসনে জামায়াতে ইসলামী প্রার্থী নূর মোহাম্মদ আবু তাহের এর মনোনয়নপত্র দাখিল ..

Sushanto Malakar avatar   
Sushanto Malakar
সুশান্ত মালাকার স্টাফ রিপোর্টারঃ 

 

 

আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী নূর মোহাম্মদ আবু তাহের মনোনয়ন পত্র দাখিল করেছেন। মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন সোমবার ২৯শে ডিসেম্বর দুপুরে দুপচাঁচিয়া উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরুখ খান এর কাছে মনোনয়নপত্র জমা দেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী নূর মোহাম্মদ আবু তাহের।  
এ সময় উপস্থিত ছিলেন বগুড়া-৩ আসনের পরিচালক হাফেজ আব্দুন নূর খন্দকার, দুপচাঁচিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা ওমর আলী, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা জালাল উদ্দিন, এনসিপির জেলা যুগ্ন আহবায়ক এবং এনসিপির মনোনয়ন প্রত্যাশী এ্যাড. ইজাজ আল ওয়াসী জ্বিম ও অ্যাডভোকেট সাইফুল ইসলাম সহ আদমদীঘি- দুপচাঁচিয়া উপজেলার নেতৃবৃন্দ।
মনোনয়নপত্র জমা শেষে প্রার্থী নূর মোহাম্মদ আবু তাহের বলেন, এই জনপদের মানুষের সেবা করার ও কল্যাণে আমাদের নিয়ত ও প্রচেষ্টা যেন আল্লাহ তায়ালা কবুল করেন, সে জন্য সবার দোয়া কামনা করছি, আমিন।

Keine Kommentare gefunden


News Card Generator