আদালত অবমাননার ব্যাখ্যা চাইলেন ম্যাজিস্ট্রেট, ডিসি প্রসিকিউশনকে ৩০ জুলাইয়ের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ..

সুভাষ মজুমদার avatar   
সুভাষ মজুমদার
সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের কারাগারে আটক রাখার শুনানিতে বিচারিক কাজে অসহযোগিতা ও আদালত অবমাননার অভিযোগে ডিএমপির অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের ডিসি তারেক জুবায়েরকে শোকজ করা হয়েছে।..

ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্ল্যাহ আদালতের প্রতি অসম্মানজনক আচরণের অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) তারেক জোবায়েরকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন। আগামী ৩০ জুলাইয়ের মধ্যে তাকে আত্মপক্ষ সমর্থন করে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

রোববার (২৭ জুলাই) আদালত সূত্রে এ তথ্য জানা গেছে।

আদালতের আদেশে বলা হয়, গত ২৪ জুলাই যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে গ্রেপ্তার দেখানো হয়। ওইদিন সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ডিসি তারেক জোবায়ের বিচারক মো. ছানাউল্ল্যাহকে তার ব্যক্তিগত মোবাইল ফোন থেকে কল দিয়ে আসামিকে আদালত ভবনের নিচে প্রিজন ভ্যানে রেখেই শুনানি করতে চাপ দেন। বিচারক বিচার প্রক্রিয়ার মর্যাদা রক্ষায় সেই অনুরোধ প্রত্যাখ্যান করেন।

পরবর্তীতে সন্ধ্যা ৭টা ১৪ মিনিটে বিচারক ফোনে ডিসিকে জিজ্ঞেস করেন, আসামিকে আদালতে হাজির করতে কত সময় লাগতে পারে। জবাবে ডিসি জানান, তিনি তা বলতে পারবেন না। এমনকি বিচারকের বারবার অনুরোধ সত্ত্বেও তিনি কোনও আনুমানিক সময় জানাতে অস্বীকৃতি জানান এবং আইন উপদেষ্টা ও ডিএমপি কমিশনারের সঙ্গে কথা বলার পরামর্শ দেন।

আদালতের পর্যবেক্ষণে বলা হয়, “ডিসি তারেক জোবায়েরের এই আচরণ ধৃষ্টতা ও ঔদ্ধত্যের প্রকাশ। বিচারিক কার্যক্রম পরিচালনাকারী ম্যাজিস্ট্রেটকে সহযোগিতা না করা আইন ও পুলিশ প্রবিধান পরিপন্থী এবং দণ্ডবিধির ১৭৬, ১৭৯ ও ২২৮ ধারায় শাস্তিযোগ্য অপরাধ।”

এছাড়াও, বিচারক যেহেতু ফৌজদারি কার্যবিধির ২৫ ধারার আওতায় এক্স-অফিসিও ‘জাস্টিস অব পিস’ হিসেবে দায়িত্ব পালন করছিলেন, তাই তার প্রশ্নের উত্তর না দেওয়া আদালত অবমাননার শামিল বলেও মন্তব্য করেন তিনি।

এ প্রেক্ষিতে আদালত আদেশ দিয়েছেন, ডিসি তারেক জোবায়েরকে আদালত অবমাননার অভিযোগে কেন বিচারের মুখোমুখি করা হবে না, তার ব্যাখ্যা আগামী ৩০ জুলাইয়ের মধ্যে লিখিতভাবে বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে প্রধান বিচারপতির কাছে জমা দিতে হবে।

এ বিষয়ে জানার জন্য কালবেলা থেকে একাধিকবার ফোন করা হলেও ডিসি তারেক জোবায়েরের সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি। তবে গণমাধ্যমে তিনি বলেন, “আমি এ বিষয়ে কিছু জানি না। গত শনিবার থেকে আমি ছুটিতে আছি।”

উল্লেখ্য, ২৪ জুলাই ঢাকার যাত্রাবাড়ীতে যুবদল কর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে গ্রেপ্তার দেখিয়ে আদালতের আদেশে কারাগারে পাঠানো হয়।

Keine Kommentare gefunden


News Card Generator