close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

আবৃত্তি আর আলোচনায় রাঙ্গুনিয়ায় কবি আকাশ আহমেদের লেখা বইয়ের প্রকাশনা উৎসব..

Mohammad Tayabul Islam avatar   
Mohammad Tayabul Islam
রাঙ্গুনিয়া(চট্টগ্রাম)প্রতিনিধি-
রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি, লেখক ও কবি আকাশ আহমেদের লেখা "ব্যাঙের মাথায় ব্যাঙের ছাতা" এবং "মেঘ বলেছে বৃষ্টি হবে" নামক দুটি গ্রন্থের ..

রাঙ্গুনিয়া(চট্টগ্রাম)প্রতিনিধি- 

 

রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি, লেখক ও কবি আকাশ আহমেদের লেখা "ব্যাঙের মাথায় ব্যাঙের ছাতা" এবং "মেঘ বলেছে বৃষ্টি হবে" নামক দুটি গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। রোববার (৪ মে) বিকেলে রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের আয়োজনে উপজেলা সদরের ইছাখালীস্থ প্রেস ক্লাবের হলরুমে এ প্রকাশনা উৎসবের আয়োজন করা হয়। এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সভাপতি মো. ইলিয়াস তালুকদার। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান। প্রধান আলেচক ছিলেন রাঙ্গুনিয়া সরকারী কলেজের অধ্যক্ষ শেখ মুজিবুর রহমান। আলোচক ছিলেন রাঙ্গুনিয়া মহিলা কলেজের অধ্যক্ষ মো. সরোয়ার ছালেক সিকদার। স্বাগত বক্তব্য দেন রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নুরুল আবছার চৌধুরী।

 

শিক্ষক সুবর্ণা বড়ুয়া ও রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সহ সভাপতি আব্বাস হোসাইন আফতাব'র যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন  রাঙ্গুনিয়া মডেল থানার ওসি মো. ওমর আলী, রাঙ্গুনিয়া মহিলা কলেজের প্রভাষক অসীম কুমার শীল, রাঙ্গুনিয়া সরকারি কলেজের ইসলামীক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. আবদুল মাবুদ, বাংলা বিভাগের প্রভাষক ইফতেখার হোসেন, চুয়েট স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক শহীদুল্লাহ্ কায়সার, শিক্ষক রহিম উদ্দীন সিকদার, রাঙ্গুনিয়া ফায়ার স্টেশনের ইনচার্জ জাহেদুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মাসুদ নাসির, সাবেক যুগ্ম সম্পাদক শান্তি রঞ্জন চাকমা, সাবেক অর্থ ও দপ্তর সম্পাদক জগলুল হুদা, যুগ্ম সম্পাদক এম এ মতিন প্রমুখ। আবৃত্তি করেন নাজাত, মুসকান ও নোটন। 

 

উল্লেখ্য আকাশ আহমেদ ছোটদের ছড়া,  কিশোরকবিতা, গল্প ও প্রবন্ধের পাশাপাশি তিনি বড়দের জন্যও বিস্তর লেখালেখি করেছেন। তিনি রাঙ্গুনিয়ার ভাস্কর সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা। এছাড়াও সম্পাদনা করেছেন চমচম্, ভাস্কর ও উচ্ছ্বাসের মতে পাঠক নন্দিত সাহিত্য পত্রিকা।

Aucun commentaire trouvé