আবারও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে ইসরায়েল । 

Umme Hani Akter avatar   
Umme Hani Akter
বলকান অঞ্চলের দক্ষিণ প্রান্তের দেশ গ্রিসে ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শক্তিশালী এ ভূমিকম্পে কেঁপে ওঠেছে ইসরায়েলের একাধিক শহর । যার মধ্যে রয়েছে- হাইফা, জেরুজালেম, হোলন এবং বারসেবা। ..

বৃহস্পতিবার (২২ মে) সকালের দিকে এ ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের ফলে তাৎক্ষণিক কোনো ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি। সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।  

প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে ইসরায়েলের তেল আবিব এবং জেরুজালেমে ৬.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এক সপ্তাহের ব্যবধানে আবারো বৃহস্পতিবার ভূমিকম্প অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে। 

 

অ্যাথেন্সের জিওডায়নামিকস ইনস্টিটিউট জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল উত্তর দীপ থেকে ৫৫ কিলোমিটার (৩৪ মাই) দূরে ল। সমুদ্রতল থেকে ৩৭ কিলোমিটার গভীরে।

 

গ্রিস ভৌগলিকভাবেই ভূমিকম্পপ্রবণ এলাকায় অবস্থিত।  প্রায়ই দেশটির দক্ষিণাঞ্চল এবং আশপাশের দ্বীপগুলোতে মাঝারি থেকে শক্তিশালী মাত্রার ভূমিকম্প আঘাত হানে।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator