দীর্ঘদিনের আইনি জটিলতার অবসান ঘটিয়ে কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় কুতুবদিয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আ.ন.ম. শহীদ উদ্দিন ছোটনকে সংবর্ধনা দিয়েছে কুতুবদিয়া প্রেসক্লাব।
সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অডিটোরিয়ামে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তাঁকে ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেয় প্রেসক্লাব পরিবার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুতুবদিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য আকবর খাঁন। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. এ. হাছান কুতুবীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজাউল হাছান, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুতুবদিয়া উপজেলা শাখার আমির আ. স. ম. শাহরিয়ার চৌধুরী, বিএনপি’র সাবেক সভাপতি জালাল আহমদ, কৈয়ারবিল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শফি আলম, কুতুবদিয়া মডেল হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জহিরুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ফারহাদ মিয়া, উপজেলা ফায়ার স্টেশনের স্টেশন অফিসার সোহেল আহাম্মেদ, ধূরুং হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোরশেদ আলম, কবি জসিম উদ্দীন হাইস্কুলের প্রধান শিক্ষক আনিছুর রহমান, আল ফারুক দাখিল মাদ্রাসার সুপার মনিরুল মান্নান, বড়ঘোপ ইসলামি ফাযিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল আওরঙ্গজেব সিকদার, আলী আকবর ডেইল দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার নাছির উদ্দীন, কুতুবদিয়া সরকারি কলেজের প্রভাষক ইস্তেহাদুল ইসলাম ও কুতুবদিয়া মহিলা কলেজের প্রভাষক নজরুল ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও মাষ্টার তালেব উল্লাহ স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক ফরিদুল আলম, রুহুল কাদের বাদশা, অর্থ সম্পাদক এম. এ. মান্নান, কার্যনির্বাহী সদস্য আবুল কাশেম, মনিরুল ইসলাম, হাছান মাহমুদ সুজন, মহিউদ্দিন কুতুবী, শাহেদুল মনির, হানিফ কুতুবী, হিরু চৌধুরীসহ প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা নবনির্বাচিত চেয়ারম্যান আ.ন.ম. শহীদ উদ্দিন ছোটনের রাজনৈতিক প্রজ্ঞা, নেতৃত্বগুণ ও সমাজসেবায় তাঁর অবদানের প্রশংসা করেন এবং বড়ঘোপ ইউনিয়নের সার্বিক উন্নয়নে তাঁর সফলতা কামনা করেন।
শেষে প্রেসক্লাবের পক্ষ থেকে ফুল ও ক্রেস্ট তুলে দিয়ে তাঁকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধিত করা হয়।
close
কমেন্ট করুন পয়েন্ট জিতুন!
No comments found