close

লাইক দিন পয়েন্ট জিতুন!

আ. লীগের আমলে এত বিলবোর্ড ছিল না , বিএনপির শিশুবিষয়ক সম্পাদক..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
বিলবোর্ডে ছেয়ে গেছে এলাকা, প্রার্থীরা ধরছেন নমিনেশনেই জয়ের গ্যারান্টি—বিএনপি নেতা আজাদ সিদ্দিকীর অভিযোগে তোলপাড় রাজনৈতিক অঙ্গন।..

বিএনপির শিশুবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী সাম্প্রতিক এক পথসভায় বলেছেন, বর্তমান নির্বাচনী পরিবেশ সম্পূর্ণ ভিন্ন। তাঁর দাবি, এবার যে হারে এলাকা জুড়ে বিলবোর্ড উঠেছে, তা অতীতে কখনো দেখা যায়নি। তিনি প্রশ্ন তুলেছেন, এত বিলবোর্ড কেন? উত্তরও দিয়েছেন নিজেই—নমিনেশন পেলেই যেন প্রার্থীরা নিশ্চিত জয় ধরে নিচ্ছেন।

শনিবার (২৮ জুন) সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আজগানা ইউনিয়নের আজগানা পূর্বপাড়ায় আয়োজিত এক পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি। এ সময় বিএনপির বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আজাদ সিদ্দিকী বলেন, “আওয়ামী লীগের সময় প্রার্থীদের এমন ঠেলাঠেলি ছিল না। এত বিলবোর্ডও দেখা যেত না। তখন যারা নমিনেশন নিতেন, তারা জানতেন—পাস না-ও করতে পারেন। তাই অতিরিক্ত খরচ, শ্রম দেওয়ার মানসিকতা অনেক সময় থাকত না। কিন্তু এখন? এখন সবাই ভাবছে, একবার নমিনেশন পেলেই বিজয় নিশ্চিত।”

তিনি আরও যোগ করেন, “আগে প্রার্থীরা বুঝতেন, নমিনেশন মানেই জয় নয়। কিন্তু এখন যারা এমপি হতে চান, তারা অনেকেই ভাবছেন, তারেক রহমান নমিনেশন দিলেই বিজয় সুনিশ্চিত। তাই এলাকাজুড়ে বিলবোর্ড দিয়ে নিজেদের প্রচার চালাচ্ছেন।”

এ সময় তিনি বর্তমান পরিস্থিতির সঙ্গে একটি শিক্ষামূলক দৃষ্টান্ত টেনে বলেন, “যেমন কর্ম, তেমন ফল। জীবনে পরীক্ষা দেয়নি, সে কি পাস করবে? নমিনেশন চাইলে আন্দোলনের পরীক্ষাও দিতে হবে। যারা গত ১৭ বছর ধরে আন্দোলন-সংগ্রামে ছিলেন, তারাই নমিনেশন পাওয়ার যোগ্য।”

আজাদ সিদ্দিকী বলেন, “আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, তখনকার পরিস্থিতি ছিল একেবারে আলাদা। তখন প্রার্থীরা জানতেন, শুধু নমিনেশন পেলেই হবে না—ভোটে লড়াই করে জিততে হবে। তাই অপ্রয়োজনীয় বিলবোর্ড কিংবা অতিরিক্ত খরচ করতেন না। কিন্তু এইবার মনে হচ্ছে, মনোনয়ন মানেই যেন চূড়ান্ত জয়।”

তিনি স্পষ্ট করে বলেন, এবারের নির্বাচনে কে নমিনেশন পাবেন, তা ঠিক করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার কথায়, “তারেক রহমান যাদের এমপি বানাতে চান, তাদের চিনে নিতে হবে। যারা আন্দোলনের ফসল—তাদেরই মনোনয়ন পাবার কথা।”

পথসভায় সভাপতিত্ব করেন আজগানা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শরীফ মাহমুদ। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ, জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল কাদের সিকদার, সহসভাপতি ডি এম শওকত আকবর ও তমিজউদ্দীন আহমেদ, উপদেষ্টা মতিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ডি এম শফিকুল ইসলাম ফরিদ ও জসিমউদ্দিন খান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ল ইসলাম স্বপন প্রমুখ।

আজাদ সিদ্দিকীর এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। নমিনেশন পাওয়া নিয়ে যেভাবে নেতাদের মাঝে আত্মবিশ্বাস কাজ করছে—তা আদৌ ভোটারদের মতামতকে মূল্যায়ন করছে কিনা, তা নিয়ে প্রশ্ন উঠেছে। পাশাপাশি বিলবোর্ড সর্বস্ব প্রচার রাজনীতির ভবিষ্যতেও কতটা প্রভাব ফেলবে, সেটিও ভাবনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

No comments found