ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের সহস্রাইল দেউলি এলাকায় অবৈধ কয়লা উৎপাদন কারখানায় যৌথ বাহিনীর অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৩ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরী।
স্থানীয় সূত্রে জানা গেছে, সহস্রাইল এলাকার মির্জা মিলনের তত্ত্বাবধানে ‘মিধা ট্রেডার্স’ নামে একটি কয়লার কারখানায় গাছ পুড়িয়ে কয়লা তৈরি করা হচ্ছিল। অভিযানের সময় ফরিদপুর বন ও পরিবেশ অধিদপ্তরের ইন্সপেক্টর মো. জাহিদ হাসানসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন জানায়, পরিবেশদূষণ এবং অনুমোদনহীনভাবে কয়লা উৎপাদন করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আওয়ামী লীগ নেতা মির্জা মিলনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে আগামী সাত দিনের মধ্যে কারখানাটি সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়। নির্দেশনা অমান্য করলে পরবর্তীতে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরী বলেন, "পরিবেশবিরোধী কর্মকাণ্ড কোনোভাবেই বরদাস্ত করা হবে না। অবৈধ কারখানাটি দ্রুত অপসারণ না করলে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।"



















