close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

৭৩০ কোটির চাঞ্চল্যকর রহস্য! করমুক্ত সুবিধায় প্রবাসী আয়ের নামে টাকা এনেছেন প্রতীক গ্রুপের চেয়ারম্যান ফারুকী হাসান..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
এক ব্যবসায়ী করমুক্ত সুবিধা ও নগদ প্রণোদনার সুযোগ নিয়ে ৭৩০ কোটি টাকা দেশে এনেছেন বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। তবে সেই ব্যবসায়ীর নাম গোপন রাখা হলেও কালবেল..

ফারুকী হাসান তিনটি চীনা কোম্পানির নাম ব্যবহার করে ৯টি করবর্ষে ৭২১ কোটি টাকা প্রবাসী আয় হিসেবে দেখিয়েছেন, যদিও কোনো দালিলিক প্রমাণ নেই!

চীনা কোম্পানিগুলোর নাম:
 নরিনকো ইন্টারন্যাশনাল করপোরেশন লিমিটেড
 চায়না শিপবিল্ডিং
 অফশোর ইন্টারন্যাশনাল কোম্পানি

ফারুকী হাসানের আয়কর ফাইল ঘেঁটে দেখা গেছে, ২০১৭-১৮ থেকে ২০২৩-২৪ করবর্ষে তিনি প্রায় ৭২১ কোটি টাকা প্রবাসী আয় হিসেবে দেখিয়েছেন।

 সবচেয়ে বেশি অর্থ তিনি দেখিয়েছেন:
২০২০-২১ করবর্ষ: ২৩১ কোটি ৯৯ লাখ টাকা
২০২১-২২ করবর্ষ: ২৬৮ কোটি টাকা
২০২২-২৩ করবর্ষ: ৭৬ কোটি ৯৪ লাখ টাকা
২০২৩-২৪ করবর্ষ: ৮১ কোটি ১ লাখ টাকা

 কর ফাঁকিতে সরকারি কর্মকর্তাদের ভূমিকা?

কর অঞ্চল-৫-এর তৎকালীন কর কমিশনার, রেঞ্জ কর্মকর্তা ও উপকমিশনার এই চক্রান্তের সঙ্গে যুক্ত ছিলেন। তারা চার করবর্ষের ২৭২ কোটি টাকার অনিয়ম পুনঃউন্মোচন করেও মাত্র ১৫ হাজার ৯৪৩ টাকার কর দাবি করেন!

এনবিআরের আইন অনুযায়ী, দেশে অবস্থান করে প্রবাসী আয় করমুক্ত দেখানোর কোনো সুযোগ নেই!

 কে এই ফারুকী হাসান?

ফারুকী হাসান মূলত আওয়ামী লীগের প্রভাবশালী ব্যবসায়ীদের একজন। তার মালিকানাধীন প্রতিষ্ঠানসমূহ:
হোটেল লেক ক্যাসেল (গুলশান-২)
প্রতীক সিরামিক লিমিটেড
প্রতীক ডেভেলপার্স লিমিটেড
প্রতীক ফুড অ্যান্ড এলাইড
প্রতীক লজিস্টিক

তিনি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই-এর সদস্য এবং সিআইপি মর্যাদাপ্রাপ্ত

 এনবিআরের তদন্তে কী বেরিয়ে আসবে?

এনবিআর ইতোমধ্যে তদন্ত শুরু করেছে এবং প্রতীক গ্রুপের চোরাচালান ও কর ফাঁকি নিয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে!

No comments found


News Card Generator